সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সবরকম নিরাপত্তামূলক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভোটকেন্দ্রে আনসারের ভূমিকা সবচেয়ে বেশি। এজন্য আনসার সংখ্যা বাড়ানো হবে। সেনাবাহিনী মোবাইল ডিউটিতে থাকবে। এ ছাড়া নৌবাহিনী, বিমানবাহিনী ও এপিবিএন দায়িত্বে থাকবে। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমানবাহিনীকেও প্রয়োজন অনুযায়ী কাজে লাগানো হবে। জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ ভোটগ্রহণই আমাদের অগ্রাধিকার। গতকাল সিলেট বিভাগের প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন- হারুন, বিপ্লবদের মতো পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চার হাজার পুলিশের একটি ব্যাচ এরই মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করেছে। নতুন একটি ব্যাচ প্রশিক্ষণ নিচ্ছে। আরও একটি ব্যাচ প্রশিক্ষণ নেবে।
ঢাকায় গণঅধিকার পরিষদ নেতা নুরুল হক নূরের ওপর হামলাকে দুর্ভাগ্যজনক মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নূর একজন জাতীয় পর্যায়ের নেতা। সরকার চায়, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
জাতীয়