ফাহিম ফিরোজ, বরিশাল : সুগন্ধ্যা-আড়িয়াল খাঁ নদীর তীরে অবস্থিত বাবুগঞ্জ ও মুলাদি উপজেলা। এ দুই উপজেলা নিয়ে বরিশাল-৩ আসন গঠিত। এ আসনে ২ লাখ ৫৩ হাজার ৪১৪ জন ভোটার রয়েছে। ঐতিহ্যবাহী দুর্গাসাগর দিঘী ও বরিশাল বিমান বন্দর এ আসনেই অবস্থিত। এছাড়া বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্মভূমি এ আসনেই অবস্থিত। এ আসনের এমপি হতে বাঘা বাঘা প্রার্থী লড়াই করেন। সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসনে শরিকদলগুলো বারবার নির্বাচিত হয়েছে। শরিকদের টিকিয়ে রাখতে এ আসনটি ডাল হিসেবে ব্যবহার করছে প্রধান দুই দল। আগামী নির্বাচনেও শরিকরা এ আসন থেকে নির্বাচিত হতে পারে বলে ধারণা সাধারণ ভোটারদের। তবে আগামী নির্বাচনে এ আসনটি উদ্ধার করতে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ ও বিএনপি।
স্বাধীনতার পর থেকে এ আসনের পরিসংখ্যা বিশ্লেষন করলে দেখা যায়, আওয়ামীলীগ দুইবার, বিএনপি চারবার, জাতীয় পার্টি তিনবার এবং ওয়াকার্স পার্টি একবার নির্বাচিত হয়েছে। সেই হিসেবে এ আসনকে বিএনপির ঘাটি বলা হয়।
স্বাধীনতার পর ১৯৭৩ সালে আওয়ামীলীগের মোতাহার উদ্দিন এ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৯ সালের নির্বাচনে আওয়ামীলীগের এম এম নজরুল ইসলাম এ আসন থেকে বিজয়ী হন। ১৯৮৬ সালের নির্বাচনে জাতীয় পার্টির মোঃ আব্দুল বারেক এমপি নির্বাচিত হন। এরপর ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা চারবার বিএনপির মোশাররফ হোসেন মংঙ্গু সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০০৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা তিনবার আওয়ামীলীগের শরিকদল নির্বাচিত হয়ে আসছে।
২০০৮ সালে বাবুগঞ্জের সন্তান ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালে আওয়ামী লীগের শরিক দল বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শেখ মো. টিপু সুলতান সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে আবারও আ’লীগের শরিক দল হিসেবে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু সংসদ সদস্য হন। এ নির্বাচনে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু নাঙ্গল প্রতীক নিয়ে ৫৪ হাজার ৭৭৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন পান ৪৭ হাজার ২৮৭ ভোট।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসনটিতে দলীয় প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করেন-বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ সম্পাদক মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী (ফরচুন সুজ কোম্পানির স্বত্ত্বাধিকারী) মিজানুর রহমান, মুলাদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম মিঠু খান। বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের নাম উল্লেখযোগ্য। আওয়ামীলীগের শরিকদল জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। এছাড়া বরিশাল-৩ আসনের সাবেক সাংসদ আওয়ামী লীগের শরিক দল বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতানও মনোনয়ন প্রত্যাশী। এ আসনে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনের প্রার্থী হবেন বরিশাল জেলার সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম। তবে তারা এই সরকারের অধীনে নির্বাচন না করার ঘোষণা দিয়েছে। তারা জাতীয় সরকার গঠনের দাবীতে আন্দোলন সংগ্রামে রয়েছে।
এ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের সদস্য বিশিষ্ট সমাজ সেবক আতিকুর রহমান বলেন, দলের নানা কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশা করেন। আতিকুর রহমান আরও বলেন, গত তিনটি নির্বাচনে শরিকরা এখান থেকে নির্বাচিত হয়ে তেমন কোন উন্নয়ন করতে পারেনি। নদী ভাঙনরোধ এবং মীরগঞ্জ সেতু এখানকার মানুষের দীর্ঘদিনের দাবী। দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে এ সমস্যা সমাধান করবো। প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই।
বরিশাল-৩ আসনের সাবেক সাংসদ আওয়ামী লীগের শরিক দল বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান বলেন, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। এখানে যাকে মনোনয়ন দেয়া হবে পক্ষে কাজ করবো। দল যদি আমাকে মনোনয়ন দেয় নির্বাচনে অংশগ্রহণ করবো। এ আসন থেকে ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের স্ত্রীও মনোনয়ন চাইতে পারেন। তাছাড়া ওয়াকার্স পার্টির চেয়ারম্যান রাশেদ খান মেননও এ আসন থেকে প্রার্থী হতে পারেন।
বরিশাল জেলা বিএনপি (দক্ষিণ) সদস্য সচিব অ্যাড. আবুল কালাম শাহিন বলেন, দেশের ক্রান্তিলঘ্নে আমরা নির্বাচন নিয়ে ভাবছি না। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি নির্বাচনে অংশ নেবে। আর দল যাকে প্রার্থী দিবে তার পক্ষেই সকলকে কাজ করতে হবে।
লিড নিউজ বরিশাল, বরিশাল বিভাগ, রাজনীতি