পটুয়াখালীর গলাচিপায় ১৪৪ ধারা ভঙ্গ করে সংবাদ সম্মেলন ও মোটরসাইকেল শোডাউন করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে গণঅধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী। একই আসনে সম্ভাব্য প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। ভিপি নুরের এমন আচরণে স্থানীয় বিএনপির মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গত বুধবার (১১জুন) গলাচিপা অফিসার্স ক্লাবে ছাত্র-অধিকার পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর তার বক্তব্যে বলেন, ‘ভিপি নুরের জন্ম না হলে ২৪ এর গণঅভ্যুত্থান হতোনা।’
ওই বক্তব্যে তিনি আরও বলেন, ‘বন্যাতলী-মাটিভাঙ্গা সড়কের কাজ বিএনপির ঠিকাদার না করে ফেলে রেখেছে। যার কারণে মানুষের চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়েছে। পতিত স্বৈরশাসকের ঘনিষ্ঠ এক ঠিকাদারমূলত ওই কাজটি না করে ফেলে রেখে যায়।’
ভিপি নুরের এমন বক্তব্যে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে গলাচিপা শহরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল ভিপি নুরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। পরে ওই দিন রাত ৮টার দিকে গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের একই স্থানে বিএনপি ও গণঅধিকারের কর্মীসভা অনুষ্ঠিত হয়। ওই সভাকে কেন্দ্র করে হাসান মামুন ও ভিপি নুরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় দলের নেতাকর্মীরা আহত হয়। এ সময় ভিপি নুরের নেতাকর্মীরা বিএনপির অফিস ভাংচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এরপর ওই রাতেই ভিপি নুর উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নে গণঅধিকার পরিষদের আহ্বায়ক মরহুম বাদল মাতবরের শোক সভায় অংশগ্রহণ করেন। এসময় চরবিশ্বাস ইউনিয়ন বিএনপি অফিস ভাংচুরের খবর পেয়ে বকুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভিপি নুরের বিরুদ্ধে মুহুর্মুহু স্লোগান দেয় এবং ভিপি নুরকে রাত দুইটা পর্যন্ত অবরুদ্ধ করে রাখে। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিপি নুরকে গলাচিপা শহরে নিয়ে আসে।
এ ঘটনার পর থেকেই শুক্রবার (১৩ জুন) সকাল ৮টা থেকে রবিবার (১৫ জুন) সকাল ৮টা পর্যন্ত উপজেলা প্রশাসন এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১৪৪ ধারা জারি করেন। কিন্তু এই ধারা অমান্য করে ভিপি নুর শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে সংবাদ সম্মেলন ও শনিবার সকাল ১০টার দিকে নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল শোডাউন করে চরবিশ্বাস ইউনিয়নে তার গ্রামের বাড়ি যান।
১৪৪ ধারা ভঙ্গের বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, ‘বিষয়টি খবর নিয়ে দেখছি।’
পটুয়াখালী, বরিশাল