স্টাফ রিপোর্টার, বরিশাল : বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮ টা) পাঁচজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে দুজনের বাড়ি পিরোজপুরে। এ নিয়ে বরিশাল বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯১ জনে। আজ বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু রোগের বিষয়ে এসব তথ্য জানিয়েছে।
মারা যাওয়া ব্যক্তিরা হচ্ছেন পিরোজপুরের নেছারাবাদের তানভির (১৬) ও সদর উপজেলার লাইজু (৪০), বরগুনার বেতাগীর মো. জলিল (৫৬), বরিশালের বাবুগঞ্জের রীনা বেগম (৪৫) এবং ঝালকাঠীর মনোয়ারা (৬৫)।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৪৭৭ জন। মোট ভর্তি আছেন ১ হাজার ৩০১ জন।
লিড নিউজ বরিশাল, স্বাস্থ্য