রাত ৮:২৬ ; সোমবার ; ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

ইসরাইলি অবরোধে ঋণের ভারে ডুবছে গাজার জেলেরা

১:৪১ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩
Spread the love

ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও ইসরাইলি বোমাবর্ষণ। সেই সঙ্গে অবরোধ। ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গোল্যান্ট গাজা উপত্যকা সম্পূর্ণ অবরোধ করার নির্দেশ দিয়েছেন। বিদ্যুৎ, খাদ্য, জ্বালানি সব কিছুর সরবরাহ বন্ধ করা হয়েছে। এটি নতুন কিছু নয়। ফিলিস্তিনে ১৬ বছর ধরে অবরোধ বজায় রেখেছে ইসরাইল। বিষিয়ে তুলেছে জনজীবন। বিনাশের মুখে দাঁড়িয়ে আছে বড় বড় শিল্পগুলো। গাজা উপত্যকার দ্বিতীয় সর্বাধিক উৎপাদনশীল অর্থনৈতিক মৎস্য শিল্পকেও ধ্বংস করার জন্য গাজার জেলেদের বিরুদ্ধে স্বেচ্ছাচারী ও দমবন্ধ নীতি অব্যাহত রেখেছে। ইসরাইল সোমবার গাজার প্রধান বাণিজ্যিক ক্রসিং কেরেম শালোম চার দিনের জন্য বন্ধ করে দিয়েছে। গাজার জেলে ইউনিয়নরা বলছে, এই সিদ্ধান্তের ফলে ইতোমধ্যেই ২৬ টন মাছ পচে গেছে। তিন লাখ ডলার লোকসান হয়েছে। ইসরাইলি অবরোধে ঋনের ভারে ডুবছে গাজার জেলেরা।

১৯৯০-এর দশকে ইসরাইল এবং প্যালেস্টাইন লিবারেল অর্গানাইজেশনের (পিএলও) মধ্যে স্বাক্ষরিত অসলো চুক্তি গাজার জেলেদের উপকূল থেকে ২০ নটিক্যাল মাইল পর্যন্ত মাছ ধরার অনুমতি দেয়। কিন্তু ইসরাইল ফিলিস্তিনিদের মাত্র ছয় নটিক্যাল মাইল পর্যন্ত যাত্রা করার অনুমতি দেয়। জেলেরা অনুমোদিত এলাকার মধ্যে মাছ ধরার চেষ্টা করলেও অনেক সময় আক্রমণ ও গুলির শিকার হয়। গাজার মৎস্যজীবী মাহমুদ আলসাইদি (৩১) বলেন, ‘২০১৬ সালের ১৪ জানুয়ারি ভোরবেলা, আমরা বাড়ি ফেরার জন্য মাছ ধরতে শুরু করি।

কোনো সতর্কতা ছাড়াই ইসরাইলি নৌবাহিনী আমাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। আমাদের আটকে রেখে মারধর করে।’ ইসরাইল ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে সমুদ্রে মাহমুদকে দ্বিতীয়বার আটক করে। তার নৌকা বাজেয়াপ্ত করে এবং তাকে চার বছরের জন্য কারারুদ্ধ করে। এখনো সমানতালেই চলছে তাদের সেই অত্যাচার। মাহমুদ এখন ঋণের ভারে ভারাক্রান্ত হয়ে নৌকা ও জীবিকাহীন। জেলে আবদেল রহমান আবু রিয়ালা (১৯) বলেন, ‘মাছ ধরার সুযোগের অভাবের কারণে তিন হাজারেরও বেশি ডলারের ঋণের বোঝায় পড়েছেন।’

২০০৭ সাল থেকে ইসরাইল গাজায় মাছ ধরার সরঞ্জাম নিষিদ্ধ করেছে। মাছ ধরার জাল, জিপিএস ডিভাইস, নৌকার ইঞ্জিন এবং সবচেয়ে সহজ মাছ ধরার সরঞ্জামের মতো মৌলিক প্রয়োজনীয় জিনিসগুলো নিষিদ্ধ করেছে। কঠোর বিধিনিষেধগুলো ইসরাইলি অবরোধের অংশ।

গাজার জেলে ইউনিয়নের প্রধান নিজার আয়াশ দ্য নিউ আরবকে বলেছেন, গাজা উপত্যকার ৯৫ শতাংশ জেলে দারিদ্র্যসীমার নিচে বাস করে। নিজার অনুমান করেছেন, ৭০ শতাংশেরও বেশি জেলে তাদের নৌকায় যান্ত্রিক বিপর্যয়, প্রয়োজনীয় সরঞ্জাম প্রবেশের ওপর ইসরাইলি নিষেধাজ্ঞা এবং মাছ রপ্তানির ওপর নিষেধাজ্ঞার কারণে আগামী বছরের মধ্যে কাজ বন্ধ করে দেবে। ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটরের একটি প্রতিবেদন অনুসারে, ইসরাইলের নিষেধাজ্ঞা এবং অবরোধের ফলে গাজায় নিবন্ধিত জেলেদের সংখ্যা ২০০০ সাল থেকে ১০ হাজার থেকে চার হাজারে নেমে এসেছে।

আন্তর্জাতিক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালের তরুণ  সাংবাদিক এম. জাহিদ এর জন্মদিন আজ   বাবুগঞ্জে স্কুল শিক্ষিকা স্ত্রীর পরকীয়া প্রেমে বাঁধা দেয়াই কাল হলো সোলায়মানের!   শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন   বরিশালে ফরচুন সুজের শ্রকিদের ওপর গুলি বর্ষণ, পুলিশসহ আহত ১০   যায়যায়দিন ব‌রিশাল ব্যুরো অ‌ফি‌সের রি‌পোর্টার হ‌লেন এম.জাহিদ   শ্রমিকদের ওপর হামলায় সড়ক অবরোধ, উত্তপ্ত বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল   ‘হিট স্ট্রোকে’ এক সপ্তাহে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর   বরিশালে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেয়ায় অর্ধশত শিক্ষার্থী আটক   সরকারকে ক্ষমতায় রেখে জনগণের মুক্তি সম্ভব না: চরমোনাই পীর   বরিশালে প্রধানমন্ত্রীর জনসভায় শাম্মী-পঙ্কজ অনুসারীদের সংঘর্ষ, একজনের মৃত্যু   বরিশালে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু   প্রতারক মাকসুদকে ধরিয়ে দিন   বরিশালে কাবিনের টাকা নিয়ে বনিবনা না হওয়ায় পালালো প্রেমিক   এস.এম জাকির হোসেনের মায়ের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক   ৫০ বছরের বেশি সময় ধরে বরিশালে সাংবাদিকতায় আলো ছড়িয়েছেন এসএম ইকবাল   বরিশালের সেই মাদক সম্রাট রাসেল মেম্বর এবার ইয়াবার বড় চালানসহ গ্রেপ্তার   নিষেধাজ্ঞা নিয়ে ‘বিরক্ত’ জেলেরা, তবুও ছাড়তে পারেন না পেশা   আওয়ামী লীগ দেশকে অনিবার্য সংঘাতের দিকে ঠেলে দিয়েছে: চরমোনাই পির   এক সপ্তাহ পরেই শীতের আমেজের আভাস   আবার সরকারে এলে ফরিদপুরে বিশ্ববিদ্যালয় করে দেবো: প্রধানমন্ত্রী