নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সদর কাশিপুর ইউনিয়নের সারসী লাকুটিয়া ৬নং ওয়ার্ডের ৯০ শতাংশ জমি বিক্রয়ের বাঁধা, বাউন্ডরি ওয়াল ভাংচুরের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের সূত্রে জানা যায়,জয়নাল আবেদীন গং এর কাছ থেকে জমি ক্রয় করেন মোঃ ইউনুচ, আবদুল্লাহ আল মামুন, মোঃ রেদোয়ানুল ইসলাম।
সেই জমি প্লট আকারে বিক্রয় করছেন রেকর্ডিয় মালিকগণ। কিন্তু জমি বিক্রয়ে চান্দু আকন, ফারুক আকন এই চক্রটি রাতের আঁধারে জমির বাউন্ডারি ওয়াল ভাংচুর, প্লট ক্রয়কৃত মালিকদের বা ক্রয় করতে আশা লোকজনদের বিভিন্ন ভাবে হয়রানি এবং ভাঙ্গানি এমনকি জমির মালিক তারা বলে হয়রানি করছেন।
এ বিষয়ে চান্দুর সাথে কথা বললে তিনি বলেন আমরা তাদের জমি বিক্রয়ে বাঁধা দেয়নি, তারা জমি বিক্রি করবে তাতে আমাদের সমস্যা নেই তবে যারা জমি কিনতে আসে তাদের বলছি জমি কিনলে দেখে শুনে কিনবেন এই জমির মালিক আমরাও রয়েছি। তখন কেউ ক্রয় করে না তাতে আমরা কি করবো।
তবে চান্দু কাছে জানতে চাইলে তিনি বলেন প্লট করে যে জমি বিক্রি করছে তাতে আমাদেরও জমি আছে। চান্দুর কাছে জমির কোন কাগজ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন আমার কাছে নেই তবে আমার ভাই ফারুকের কাছে থাকলেও থাকতে পারে।
কিন্তু সেই কাগজ তিনি দেখাতে অপারগতা শিকার করেন এবং বলেন জমি কি ভাবে বিক্রি করে আমরা দেখে নিবো এই বলে হুমকি প্রদান করেন।
বরিশাল