নতুন ধরনের সাবমেরিন সামনে এনেছে উত্তর কোরিয়া। দেশটির দাবি, পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই ডুবোজাহাজ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার এই সাবমেরিন অবমুক্ত করতে এক অনুষ্ঠানের আয়োজন করের উত্তর কোরীয় নেতা কিম জং উন। তিনি বলছেন, দেশটি পরমাণু শক্তি অনেকগুল বাড়িয়ে দিয়েছে এই সাবমেরিন।
অনেকদিন ধরেই এমন পরমাণু শক্তিধর সাবমেরিন তৈরির চেষ্টা করছিল উত্তর কোরিয়া। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় কিম একটি শিপইয়ার্ডে দাঁড়িয়ে আছেন, তার চারপাশে নৌবাহিনীর কর্মকর্তারা। আর সামনে বিশাল কালো সাবমেরিন। একেই পরমাণু শক্তিধর বলে দাবি করা হচ্ছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েক বছর ধরে এই সাবমেরিন তৈরির কাজ করছে উত্তর কোরিয়া। এটি তাদের পরমাণু অস্ত্র প্রকল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভ্যালের প্রতিবেদনে বলা হয়, ৮৪১ নম্বরের এই সাবমেরিনটির নামকরণ করা হয়েছে কোরিয়ার ঐতিহাসিক ব্যক্তিত্ব কিম কুন ওকের নামে। সমুদ্রের তলার যুদ্ধে এই সাবমেরিন অত্যন্ত আধুনিক বলে কিম জানিয়েছেন। এই সাবমেরিন পরমাণু অস্ত্র বহন করতে পারে এবং প্রয়োজনে ছুঁড়তে পারে। দূরপাল্লার ব্যালেস্টিক মিসাইল, অল্প দূরত্বের ব্যালেস্টিক মিসাইল, এমনকি ক্রুজ মিসাইলও এখান থেকে ছোঁড়া সম্ভব।
উত্তর কোরিয়ার দাবি, তাদের কাছে আরও সাবমেরিন আছে। সেই সাবমেরিন থেকে কিছুদিন আগে একটি ব্যালেস্টিক মিসাইল ছোঁড়া হয়েছিল। তবে নতুন সাবমেরিনটি আগের চেয়েও উন্নত।
আন্তর্জাতিক