রাত ৯:৩৬ ; রবিবার ; ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

উত্তর কোরিয়ার অস্ত্রবহরে পারমাণবিক শক্তিধর সাবমেরিন

৯:০৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৩

নতুন ধরনের সাবমেরিন সামনে এনেছে উত্তর কোরিয়া। দেশটির দাবি, পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই ডুবোজাহাজ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার এই সাবমেরিন অবমুক্ত করতে এক অনুষ্ঠানের আয়োজন করের উত্তর কোরীয় নেতা কিম জং উন। তিনি বলছেন, দেশটি পরমাণু শক্তি অনেকগুল বাড়িয়ে দিয়েছে এই সাবমেরিন।

অনেকদিন ধরেই এমন পরমাণু শক্তিধর সাবমেরিন তৈরির চেষ্টা করছিল উত্তর কোরিয়া। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় কিম একটি শিপইয়ার্ডে দাঁড়িয়ে আছেন, তার চারপাশে নৌবাহিনীর কর্মকর্তারা। আর সামনে বিশাল কালো সাবমেরিন। একেই পরমাণু শক্তিধর বলে দাবি করা হচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েক বছর ধরে এই সাবমেরিন তৈরির কাজ করছে উত্তর কোরিয়া। এটি তাদের পরমাণু অস্ত্র প্রকল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভ্যালের প্রতিবেদনে বলা হয়, ৮৪১ নম্বরের এই সাবমেরিনটির নামকরণ করা হয়েছে কোরিয়ার ঐতিহাসিক ব্যক্তিত্ব কিম কুন ওকের নামে। সমুদ্রের তলার যুদ্ধে এই সাবমেরিন অত্যন্ত আধুনিক বলে কিম জানিয়েছেন। এই সাবমেরিন পরমাণু অস্ত্র বহন করতে পারে এবং প্রয়োজনে ছুঁড়তে পারে। দূরপাল্লার ব্যালেস্টিক মিসাইল, অল্প দূরত্বের ব্যালেস্টিক মিসাইল, এমনকি ক্রুজ মিসাইলও এখান থেকে ছোঁড়া সম্ভব।

উত্তর কোরিয়ার দাবি, তাদের কাছে আরও সাবমেরিন আছে। সেই সাবমেরিন থেকে কিছুদিন আগে একটি ব্যালেস্টিক মিসাইল ছোঁড়া হয়েছিল। তবে নতুন সাবমেরিনটি আগের চেয়েও উন্নত।

আন্তর্জাতিক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ

বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম

নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু

উপদেষ্টাঃ আফরোজা আক্তার

ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম

ই-মেইল:
টপ
  ১৯৭০ সালে জন্ম, ১৯৭৫ সালে এসএসসি পাস করেছেন ঝালকাঠির শিক্ষক মোবারক!   যাত্রী সংকটে বরিশাল বিমানবন্দরের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে   আজ সাংবাদিক এম.জাহিদ এর জন্মদিন   বরিশালে সাংবাদিকদের ওপর হামলাকারী চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম   বদলি হলেন ওসি, সঙ্গে নিলেন থানার সোফা, এসি, টেলিভিশন   মনপুরায় ফের সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা   ভান্ডারিয়ায় নার্স-আয়াদের টানাটানিতে নবজাতকের মৃত্যুর অভিযোগ   মাওলানা সাঈদীর জানাজা সম্পন্ন, সাধারণ মানুষরে ঢল