বরগুনার পাথরঘাটায় হিটস্ট্রোক করে জাহাঙ্গীর পহলান (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাকচিড়া বাজার থেকে বাড়ি যাওযার সময় অসুস্থ হয়ে তিনি মারা যান।জাহাঙ্গীর পহলান পাশের রায়হানপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মরহুম আবেদ পহলানের ছেলে।প্রত্যক্ষদর্শী আতিকুল ইসলাম নাঈম জানান, দুপুর দেড়টার দিকে জাহাঙ্গীর পহলান কাকচিড়া বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় বাজারের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় বেসরকারি একটি হাসপাতালে নিয়ে গেলে সেখাকার কর্তব্যরত চিকিৎসক আমীর হামজা তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক আমীর হামজা জানান, তাপদাহের প্রচণ্ড গরমে তিনি হিটস্ট্রোক করেন। এ কারণেই তার মৃত্যু হয়েছে।
পাথরঘাটা থানা পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) মো: সাইফুজ্জামান জানান, এমন ঘটনার কথা এখন পর্যন্ত আমাদের জানা নেই। খোঁজ খবর নিয়ে দেখছি।
বরিশাল বিভাগ, হোম

					
					
                                                                
                                                                
                                                                
                                                                
                                                                
                                                                