নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের নারীসহ ৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। সুত্রে জানা যায় হস্তিশুন্ড গ্রামের ইমন বয়াতি ও তার বোন রুবি বেগমের সাথে জমি-জমা নিয়ে একই গ্রামের খোকন বয়াতী গংদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে ২৫ জানুয়ারি সকাল সাড়ে ১০ টায় ইমন বয়াতি ও তার বোন রুবি বেগমের দলিলকৃত ৬ শতাংশ জমিতে ঘর উত্তোলন করতে গেলে প্রতিপক্ষ শিরাজ বয়াতি, খোকন বয়াতি,মিজান বয়াতি,ফয়সাল বয়াতি, রাতুল বয়াতি,ফাহাত বয়াতি,মোজাম্মেলসহ একদল ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী মিলে হামলা চালায়।
এতে রক্তাক্ত জখম হয় সুমন বয়াতি,শিউলি বেগম,রাসেল বয়াতি,লাল মিয়া বয়াতি ও আলেয়া বেগম। আহতদের মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। এরমধ্যে সুমনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় আহতরা জানান তাদের দলিলকৃত জমি জোরপূর্বক দখলের পায়তারা চালায় খোকন বয়াতি গংরা। এমনকি তারা এ জমি নিয়ে মামলা দায়ের করে। সে মামলায় আমাদের পক্ষে রায় হয়েছে। এরপরেও আমাদের দলিলকৃত জমিতে ঘর উত্তোলন করতে গেলে খোকন বয়াতি গংরা হত্যার উদ্দেশ্য আমাদের উপর অতর্কিত হামলা চালায়। অভিযুক্তরা বিষয়টি এড়িয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেন উজিরপুর মডেল থানার এসআই আলমগীর হোসেন ও এএসআই জাহিদসহ পুলিশের টীম। এদিকে ওই হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন আহত’র পরিবার। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বরিশাল

					
					
                                                                
                                                                
                                                                
                                                                
                                                                
                                                                