উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পৌর শাখার উদ্যোগে আগামীর বাংলাদেশ বিনির্মানে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ রবিবার বিকেল ৪ টায় উজিরপুর ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর অফিস কক্ষে পৌর ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সভাপতি মুফতি রেজাউল করিম মনিরের সভাপতিত্বে ও পৌর ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি মিরাজুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সভাপতি মাওঃ শাহ আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওঃ আব্দুল হক, পৌর জামায়াত ইসলামীর আমির মোঃ আল-আমিন সরদার। বক্তব্য রাখেন বরিশাল জেলা যুব আন্দোলনের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ডিএম আল-আমিন,উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম তুহিন, ইমাম ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওঃ নকীব হাসান শেখ কাসেমাবাদী। উপস্থিত ছিলেন পৌর জামায়াত ইসলামীর সেক্রেটারি হাফেজ মোঃ বাকী বিল্লাহ সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের পৌরসভার সকল ওয়ার্ডের নেতাকর্মী, বিভিন্ন পেশাজীবী ও সাংবাদিক বৃন্দ। ইফতারের পূর্বক্ষনে দেশের ক্রান্তিলগ্নে দেশে শান্তি প্রতিষ্ঠা ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়েছে। এসময় প্রধান অতিথি মুফতি আব্দুল আজিজকে সভাপতি, মাওঃ মনিরুল ইসলাম মুরাদকে সহ-সভাপতি,মিরাজুল ইসলাম মিন্টুকে সেক্রেটারি নির্বাচিত করে ইসলামী আন্দোলন বাংলাদেশের পৌর শাখার কমিটি ঘোষনা করা হয়। এছাড়া শপথ বাক্য পাঠ করানো হয়।
বরিশাল, বরিশাল বিভাগ