উজিরপুর প্রতিনিধিঃ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর বরিশাল জেলার আহবায়ক কমিটির বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা গ্রামের কৃতি সন্তান পলাশ কুন্ডুকে যুগ্ম-আহবায়ক নির্বাচিত করায় শোলক ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছে ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বিনিময় করেন শোলক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন জমাদ্দার,বরিশাল জেলা ছাত্র দলের সহ-সভাপতি মোঃ রাজিব হোসেন মজুমদার, শোলক ইউনিয়নের সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জসিমউদ্দিন খলিফা, উজিরপুর ছাত্র দলের যুগ্ম আহবায়ক মোঃ মহিউদ্দিন খলিফা,শোলক ইউনিয়নের শ্রমিক দলের যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ বাবুল কবিরাজ, যুবদল নেতা মোঃ মাছুম হাওলাদারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বাবু বিজন কান্তি সরকার ও মহাসচিব এস এন তরুন দে এর ২৫ শে মার্চ সাক্ষরিত আদেশে ৬৪ টি জন সদস্য বিশিষ্ট বরিশাল জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে পলাশ কুন্ডুকে জেলা কমিটিতে ৮ নাম্বার যুগ্ম-আহবায়ক নির্বাচিত করা হয়।
বরিশাল, বরিশাল বিভাগ