নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর পৌরসভায় ইট সলিং রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মোঃ মাঈনুল ইসলাম। ১২ মে সোমবার বেলা ১১টায় উজিরপুর পৌরসভা ৩নং ওয়ার্ডে ভিআইপি রোড থেকে নয়ন হাওলাদারের বাড়ি পর্যন্ত ৪০০ ফুট ইট সলিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান,যুগ্ম আহবায়ক মোঃ রাজ্জাক সরদার, মোঃ নজরুল ইসলাম,মোঃ আনোয়ার হোসেন,মোঃ মশিউর রহমানসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মাঈনুল ইসলাম ও উজিরপুর পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান উজিরপুর পৌরসভাকে ঢেলে সাজানোর লক্ষে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।
বরিশাল, বরিশাল বিভাগ