নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী হিজলা উপজেলা শাখার উদ্যোগে সাবেক উপজেলা আমীর, সাবেক চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মরহুম মাওলানা আবুল হাশেম মোঃ বশিরুল্লাহ’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও ঈদ- উল-আযহা উপলক্ষ্যে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ জুন) সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি সৈয়দ গুলজার আলম।
এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা জামায়াতের আমীর এবং বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা ও কাজীরহাট) আসনে জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার।
বিশেষ অতিথি ছিলেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিনের ব্যবসায়ী বিভাগের সেক্রেটারী ও ঢাকাস্থ মেহেন্দিগঞ্জ ফোরামের সভাপতি ছগির বিন সাঈদ. জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন ও এ্যাডভোকেট আজম খান, জামায়াতের তুরাগ থানা নায়েবে আমীর ও ঢাকাস্থ মেহেন্দিগঞ্জ ফোরামের সেক্রেটারী কামরুল হাসান, বাগেরহাট জেলা জামায়াতের মজলিশে শুরা সদস্য অধ্যাপক মাওলানা মোঃ নেছার উদ্দিন।
মরহুম মাওলানা আবুল হাশেম মোঃ বশিরুল্লাহ’র পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মরহুমের মেজো ছেলে ঢাকা জজ কোর্টের এজিপি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট হাফেজ মোহাম্মদ ইউনুস।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র সাবেক ভাইস প্রেসিডেন্ট মোঃ জালাল উদ্দিন ও এ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ আরিফুজ্জামান রাসেল, বড়জলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহে আলম চৌধুরী সামু, ছাত্রশিবিরের বরিশাল শহর শাখার সাবেক সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সৈয়দ নুরুল হক ফাউন্ডেশন এর চেয়ারম্যান সৈয়দ একরামুল হক নাসিম, জামায়াতের বরিশাল মহানগরীর ব্যবসায়ী থানার সেক্রেটারি আমিনুল ইসলাম বাচ্চু, ঢাকার খিলক্ষেত থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ আজিজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল জেলার অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম ইউসুফ ও হিজলা উপজেলা সভাপতি মোঃ খলিলুর রহমান, উপজেলা জামায়াতের পেশাজীবি বিভাগের সভাপতি মোঃ ফরিদ উদ্দিন, ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, যুব বিভাগের সভাপতি মাস্টার ইয়াছিন হেলাল, ছাত্রশিবিরের মুলাদী উপজেলা সভাপতি মোঃ মাহমুদুল হাসান সোহাগ ও হিজলা উপজেলা সভাপতি মোঃ বশিরুল্লাহসহ জামায়াতের জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়াও মরহুম মাওলানা মরহুম মাওলানা আবুল হাশেম মোঃ বশিরুল্লাহ’র সহকর্মী , ছাত্র ও শুভাকাংখিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মরহুম মাওলানা ছিলেন বহুমুখি প্রতিভার অধিকারী তিনি বাহের চর ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের বরিশাল জেলার সহ-সভাপতি, গবিন্দপুর ইউনিয়ন পরিষদের পাঁচ বার নির্বাচিত সফল চেয়ারম্যান, হিজলা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, হিজলা উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব ও জাতীয় ইমাম সমিতি বরিশাল জেলার সহ-সভাপতির দায়িত্বসহ বিভিন্ন দায়িত্ব অত্যন্ত সুনামের সাথে পালন করেছেন। তিনি তাঁর দীর্ঘ কর্মজীবনে পেশাদারিত্ব, স্বচ্ছতা এবং দায়িত্ববোধের যে উদাহরণ স্থাপন করেছেন তা একবারেই বিরল। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসির হিসেবে দক্ষিনাঞ্চলে তার সুখ্যাতি ছিল। তিনি কুরআনের তাফসির করার পাশাপাশি কুরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে তার জীবন ও সম্পদ বিলিয়ে দিয়েছেন। প্রধান আতিধি তার রুহের মাগফিরাত কামনায় অশ্রুভেজা কণ্ঠে দু’আ-মোনাজাত পরিচালনা করেন।