নিজস্ব প্রতিবেদক।।
মোঃ রাব্বি আল মামুন ফয়সাল এর নেতৃত্বে জেলা কমিটির সভাপতি মোঃ এনামুল হক দুলাল এর সভাপতিত্বে বাংলাদেশ চতুর্থ শ্রেনী কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল আজিজের ৩৬ তম মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় শের ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের কনফারেন্স রুমে। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের উপ পরিচালক ডাঃ এ কে এম নাজমুল হাসান এবং সহকারী পরিচালক ডাঃ মাহমুদ হাসান সহ হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
দীর্ঘ ১৭ বছর পর এমন শোক অনুষ্ঠান সফল হয়েছে।শেরে-ই বাংলা মেডিকেল কলেজে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ মসিউল মুনির স্যার ও সহকারী পরিচালক ডাঃ মুনায়েম সাদ স্যার এর সহোযোগিতায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। তাই তাদেরকে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সমিতির কর্মচারীরা তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।এছাড়াও সাবেক সাধারণ সম্পাদক মহরম আব্দুর রশিদ সাবেক সভাপতি মরহুম বেল্লাল আকন সাবেক সহ-সভাপতি মরহুম হুমায়ুন কবির লিটু স্মরণে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আয়োজন করেন বাংলাদেশ চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা বরিশাল ও শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ইউনিট শাখা।
বরিশাল, বরিশাল বিভাগ, স্বাস্থ্য