নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৫ (সদর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে জামায়াতে ইসলামীর উদ্যোগে বর্ণাঢ্য ও সুশৃঙ্খল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কয়েক কিলোমিটার দীর্ঘ এই শোভাযাত্রায় কয়েক হাজার মোটরসাইকেলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
২১ নভেম্বর শুক্রবার সকাল ৯টায় বরিশাল নগরীর বেলসপার্ক থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে লঞ্চঘাট, সদর রোড, হাসপাতাল রোড, নথুল্লাবাদ, ঢাকা-বরিশাল মহাসড়ক, রুপাতলী, দপদপিয়া সেতু, ভোলা-বরিশাল সড়ক এবং সাহেবেরহাট ঘুরে আবার বেলসপার্ক মাঠে এসে শেষ হয়।
জামায়াতের বরিশাল-৫ আসনের প্রার্থী ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালের নেতৃত্বে এতে অংশ নেন বরিশাল মহানগর জামায়াতের আমির ও বরিশাল-৩ আসনের প্রার্থী অধ্যক্ষ জহিরউদ্দিন মুহাম্মদ বাবর, নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, বিএম কলেজের সাবেক এজিএস ও ঝালকাঠি সদর-নলছিটি আসনের প্রার্থী শেখ নেয়ামুল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া জামায়াতের সহযোগী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, যুব বিভাগ, শ্রমিক কল্যাণ ফেডারেশন, পেশাজীবী ফোরাম, আইনজীবী ফোরাম, ন্যাশনাল ডক্টরস ফোরাম, ব্যবসায়ী ফোরাম ও সাংস্কৃতিক বিভাগের সদস্যরাও অংশ নেন।
শোভাযাত্রার শুরুতে বক্তব্য রাখতে গিয়ে অ্যাডভোকেট হেলাল বলেন, এই শোভাযাত্রা প্রদর্শনীর জন্য নয়; এটি তাদের মতে গণজাগরণের বহিঃপ্রকাশ। তিনি আরও বলেন, নথুল্লাবাদ, রুপাতলী, বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকা, দিনারের পুল ও সাহেবেরহাটে পথসভা হয়েছে এবং সেখানে ইসলামী শক্তির পক্ষে গণসমর্থনের কথা তুলে ধরা হয়।
শোভাযাত্রা চলাকালে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দারা হাত নেড়ে অংশগ্রহণকারীদের অভিবাদন জানান। গ্রামাঞ্চল থেকে শিশু-কিশোর ও যুবকরাও এতে যোগ দেয়। বিভিন্ন বাড়ির সামনে দাঁড়িয়ে নারীরাও শোভাযাত্রা উপভোগ করেন। দাঁড়িপাল্লার স্লোগানে পুরো পথজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের সবাই বিশেষ স্লোগানযুক্ত টি-শার্ট পরিধান করেন। দুই সারিতে হাজার হাজার মোটরসাইকেলের সুশৃঙ্খল চলাচল উপস্থিত দর্শনার্থীদের নজর কাড়ে। তারা শোভাযাত্রায় প্রদর্শিত শৃঙ্খলার প্রশংসা করেন এবং সমসাময়িক ঘটনাবলীর প্রেক্ষিতে রাজনৈতিক হিসাব-নিকাশে পরিবর্তনের সম্ভাবনার কথাও উল্লেখ করেন।
লিড নিউজ জাতীয়, বরিশাল, বরিশাল বিভাগ, রাজনীতি, শিরোনাম, সারাদেশ, হোম


