নিজস্ব প্রতিবেদক।। বরিশাল মহানগরীর কোতয়ালী মডেল থানাধীন বিসিসি ১০ নম্বর ওয়ার্ডস্থ বিআরটিসি কাউন্টারের ভেতরে জুয়া খেলার অভিযোগে ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২২ জানুয়ারি ২০২৬ খ্রি. দুপুর আনুমানিক ১টা সময় অভিযুক্তরা বিআরটিসি কাউন্টারের ভেতরে মেঝেতে বসে অবৈধভাবে জুয়া খেলায় লিপ্ত ছিলেন। বিষয়টি পুলিশের নজরে এলে কোতয়ালী মডেল থানার অধীন স্টীমারঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। এ ঘটনায় স্টীমারঘাট পুলিশ ফাঁড়িতে জিডি নং–৩৯৮, তারিখ ২২/০১/২০২৬ খ্রি. মূলে ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার অভিযুক্তরা হলেন, মোঃ মহিউদ্দিন বিশ্বাস (৫০), আব্দুল রাজ্জাক গাজী (৬০), শহিদুল ইসলাম রিপন (৫০), মোঃ ফজলুল হক মিয়া (৪৮), আব্দুস সামাদ (৬০), সঞ্জিব সাহা (৩৬)আলী আকবর ফকির (৭০) এবং মোঃ নজরুল ইসলাম (৫২)। সকল অভিযুক্তই বরিশাল মহানগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।
ইস্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ নাসিম জানান, জনসমাগমপূর্ণ এলাকায় অবৈধ জুয়া খেলা আইনশৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ। এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
বরিশাল, বরিশাল বিভাগ


