বৈরী আবহাওয়ার কারণে টেকনাফের সেন্টমার্টিনে আটকা পড়েছেন তিন শতাধিক পর্যটক। এদের মধ্যে বিদেশি তিনজন পর্যটকও রয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার টেকনাফের দমদমিয়া জেটি ঘাট থেকে বার আউলিয়া জাহাজে করে সেন্টমার্টিন ভ্রমণে যান তারা। ওই দিন বিকালে জাহাজে করে কিছু পর্যটক ফিরে আসলেও বাকিরা বৈরী আবহাওয়ার কারণে শনিবার ফিরতে পারেননি।
এদিকে আটকা পড়া পর্যটকদের কাছ থেকে যেন থাকা-খাওয়ার বিষয়ে অতিরিক্ত টাকা-পয়সা আদায় করা না হয় সে বিষয়ে সেন্টমার্টিনের সব ব্যবসায়ীদের সতর্ক করেছে উপজেলা প্রশাসন।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আক্তার কামাল যুগান্তরকে বলেন, তিন শতাধিক পর্যটক এখানে রয়েছেন। আমরা পর্যটকদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নিচ্ছি। রিসোর্টগুলোতে ঘুরে তাদের সেবার বিষয়গুলো নিশ্চিত করেছি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরফানুল হক চৌধুরী বলেন, যারা নিজ ইচ্ছায় দ্বীপে থাকার সম্মতি করেছেন তারা ছাড়া বাকি সবাইকে আমরা ফিরিয়ে এনেছি।
দ্বীপে আটকা পড়া পর্যটকদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সে ব্যাপারে ব্যবস্থা নিতে স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান টেকনাফের ইউএনও মোহাম্মদ আদনান চৌধুরী।
তিনি বলেন, মৌসুমী বায়ুর প্রভাবে সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে শুক্রবার দুপুরের পর থেকে কক্সবাজারে বৈরী আবহাওয়া বিরাজ করছে। এতে সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পাশাপাশি আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে উপকূলের নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে নির্দেশনা দিয়েছে।
ইউএনও বলেন, ‘শনিবার সকালেও কক্সবাজার সাগর উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত অব্যাহত থাকায় বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল রয়েছে। এ কারণে সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।’
সারাদেশ