ইসরায়েল গাজায় শিগগিরই স্থল অভিযান শুরু করতে যাচ্ছে। বিবিসির খবরে বলা হয়েছে, দক্ষিণ ইসরায়েলে গাজা সীমান্তে ব্যাপক সংখ্যক সৈন্য জড়ো করেছে ইসরায়েল। সঙ্গে রয়েছে আর্টিলারি, কামানসহ ভারী অস্ত্র।
তবে অভিযানের নির্দেশ কখন প্রদান করা হবে তা এখনও স্পষ্ট নয়। বিগত পাঁচদিন গাজায় নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় সহস্রাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে।
গাজা থেকে বিবিসির একজন সাংবাদিক বলেন, ২০১৪ সালে গাজায় ৬ সপ্তাহের অভিযান চালিয়েছিল ইসরায়েল। ওই অভিযানে যে সংখ্যক নিহত হয়েছিল বিগত পাঁচদিনে তার অর্ধেকের বেশি নিহত হয়েছে।
ইসরায়েল সরকার বলছে, মধ্যপ্রাচ্যে তারা নতুন এক বাস্তবতা তৈরি করতে যাচ্ছে যেখানে সম্ভবত হামাস থাকবে না। হামাসকে সম্পূর্ণ নির্মূল নাকি অঞ্চলটিতে ক্ষমতাসীন হামাসের পতন ঘটানো ইসরায়েলের উদ্দেশ্য, তা স্পষ্ট নয়। তবে ইসরায়েল শিগগিরই স্থল অভিযান শুরু করতে যাচ্ছে সেটা স্পষ্ট।