ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্বোরোচিত ইসরাইলির টানা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, বিমান হামলা ও গণহত্যার প্রতিবাদে মঙ্গলবার বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এসব কর্মসূচি পালনকালে ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের প্রতি সমর্থন জানিয়ে সংহতি প্রকাশ করা হয়। পাশাপাশি ফিলিস্তিনি জনগণকে রক্ষা করার জন্য বক্তারা অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপেরও আহ্বান জানান। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর
মৌলভীবাজারে টাউন ঈদগাহ মাঠে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উলামা পরিষদের সভাপতি মুফতি রশিদুর রহমান ফারুক। বক্তব্য দেন মুফতি শামসুদ্দোহা, মাওলানা গিয়াস উদ্দিন, কারী শামসুল হক, মাওলানা হাবিবুর রহমান কাসেমী, মাওলানা আব্দুল মুগনি, মাওলানা আহমদ বিলাল, মাওলানা উত্তরসূরি, মাওলানা আব্দুস সালাম তালুকদার, মাওলানা আহমদ আফজল বর্ণবী। দাগনভূঞায় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে। বক্তব্য দেন অধ্যক্ষ হাফেজ সাইদুল হক, মাওলানা মামহমুদুল হাসান লক্ষ্মীপুরী, মাওলানা জাকির হোসেন, মাওলানা শহীদুল ইসলাম।
নাসিরনগরে উলামা পরিষদ উপজেলা শাখার সভাপতি মাওলানা শামসুদ্দিনের সভাপতিত্বে সমাবেশ হয়েছে। বক্তব্য দেন উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সাত্তার, মুফতি মুখলেছুর রহমান, মাওলানা তামজিদুল হক এনামী, হাফেজ ইকবাল, হাফেজ হোসাইন আহমেদ।
আশুগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে বক্তব্য দেন হাফেজ মো. হাবিবুর রহমান, মুফতি সিরাজুল ইসলাম, জামিয়া ইসলামিয়া দারুল উলুম সোহাগপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বক্কর, মাওলানা আব্দুল্লাহ আল জিলানী, মাওলানা মো. ইব্রাহিম।
ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ হয়েছে। বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাসলিম উদ্দিন আহমেদ, সাব-রেজিস্ট্রার জামে মসজিদের খতিব হাফেজ আবু বকর সিদ্দিক।
সাতক্ষীরা ইমাম সমিতির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জাহাঙ্গীর আলম, মনিরুল ইসলাম ফারুকী, তরিকুল ইসলাম, হাফেজ জুলফিকার আলী, শাহাদাত হোসেন। বালিয়াকান্দিতে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি এসএম দাউদ খান, ওয়ার্কার্স পার্টির সভাপতি ছলেমান আলী মোল্লা দলু, সামসুল আলম ও নুরুল ইসলাম।
জাতীয়