অনলাইন ডেস্ক:: শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
তিনি বলেন, কোনো দুষ্কৃতিকারী যেন কোনো সুযোগে বিশেষ করে শেষ রাতে কোনো অঘটন ঘটাতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন স্থাপন করেছে উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, সারা দেশে শান্তিপূর্ণভাবে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এ উৎসবে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্য আমরা এখানে এসেছি।
রবিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পূজামণ্ডপ পরিদর্শন ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে আইজিপি এসব কথা বলেন।
এরপরে আইজিপি স্বামীবাগ রোডে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতা উপস্থিত ছিলেন।
সারাদেশ