সিরাজগঞ্জ-৫ আসনে এমপি হতে চান চৌহালী সদরের ইলেকট্রিক মিস্ত্রি আব্দুল হাকিম। তিনি ২০০৩ সালে চৌহালীর খাসকাউলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিও ছিলেন তিনি। এবার জাতীয় সংসদ নির্বাচনে তিনি এমপি হতে কাজ করে যাচ্ছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে সিরাজগঞ্জ-৫ আসনে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে দল তাকে চৌহালী উপজেলার সভাপতির পদও দিয়েছেন।
আব্দুল হাকিম বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতি করলেও আমাকে মূল্যায়ন করা হয়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) চৌহালী উপজেলা সভাপতি হওয়ার প্রস্তাব পেয়ে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেয়েছি। আশা করি ভোটাররা আমাকে বিজয়ী করবেন।’
আব্দুল হাকিম ছাড়াও এ আসনের প্রার্থীরা হলেন নৌকার মনোনীত আব্দুল মমিন মণ্ডল, স্বতন্ত্র সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, স্বতন্ত্র চৌহালী উপজেলার সাবেক চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন, জাতীয় পার্টির ফজলুল হক ডনু ও কৃষক শ্রমিক জনতা লীগের নাজমুল হক।
সারাদেশ