দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের অনেক দেরি। এখন চলছে প্রার্থিতা যাচাই-বাছাইয়ের আপিল শুনানি। এরপর রয়েছে প্রার্থিতা প্রত্যাহার, প্রতীক বরাদ্দ। তবে এর মধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনি মাঠ। ইতোমধ্যে পিরোজপুরে নির্বাচনের বলি হয়েছেন লালন ফকির (২৭) নামের এক যুবক।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় গত রাতে তিনজনকে আটকের খবর নিশ্চিত করেছেন। আটকের মধ্যে একজন মদ বাবু ওরফে শেখ বাবু বলে জানা গেছে।
এদিকে নির্বাচনকে সামনে রেখে এবং একটি রাজনৈতিক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পিরোজপুর শহর উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে। মঙ্গলবার দুপুরে এ হত্যাকাণ্ডের জের ধরে জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী একেএমএ আউয়ালের কর্মী ও সমর্থকরা শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন।
এ সময় পথসভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খান মো. আলাউদ্দিন, সদর উপজেলা সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর সাদুল্লাহ লিটন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক সুমন শিকদার, ছাত্রলীগ নেতা বারী তালুকদার জয়েন প্রমুখ।
সভায় আলটিমেটাম দিয়ে বক্তারা বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লালন হত্যার মূল পরিকল্পনাকারী সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এসএম বায়েজীদ হোসেনসহ সংশ্লিষ্ট সবাইকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক। অন্যথায় আগামী ৪৮ ঘণ্টা পর বড় ধরনের কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন বক্তারা।
এদিকে সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এসএম বায়েজীদ হোসেন পথসভার বক্তব্যের বিরোধিতা করে বলেন, আমি কোনো ধরনের মৃত্যুকেই সমর্থন করি না, আমার নেতৃত্বে কোনো সহিংস বা হত্যাকাণ্ড অথবা কোনো ধরনের নির্দেশনা ছিল না। কেউ যদি ঘোলাপানিতে মাছ শিকার করতে চায় সেটা হবে ষড়যন্ত্রের সামিল।
তবে তিনি নিহত লালন ফকিরের জের টেনে বলেন, তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
পিরোজপুর সদর উপজেলার বটতলা এলাকায় নৌকার সমর্থকদের হামলায় আহত লালন ফকির (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
লালন ফকির পিরোজপুর পৌরসভার মধ্য ডুমুরিয়া এলাকার আবদুল হান্নান ফকিরের ছেলে। তিনি স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়ালের একজন কর্মী ছিলেন।
বাবু শেখ জানান, স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী একেএমএ আউয়ালের লোকজন আমাদের নির্বাচনি কার্যালয় ভাঙচুর করেছে। আমার বিরুদ্ধে লালন ফকিরকে কুপিয়ে জখমের অভিযোগ মিথ্যা। কে তাকে কুপিয়েছে, আমি জানি না।
পিরোজপুর সদর থানার ওসি মো. আশিকুজ্জামান বলেন, লালন ফকির নামের একজন কর্মী ঢাকার পঙ্গু হাসপাতালে মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে হত্যা মামলা নেওয়া হবে।
বরিশাল বিভাগ