নিজস্ব প্রতিবেদক : বিজয় দিবসকে সামনে রেখে ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন’ গড়ার প্রত্যয়ে বুধবার বরগুনা জেলা ফুটবল এসোসিয়েশন ও জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরামের উদ্যাগে ক্রীড়া শোভাযাত্রার আয়োজন করা হয়।
বেলা ১১টায় বরগুনা স্টেড়িয়ামে ক্রীড়াবিদ, সংগঠকদের সমাবেশ শেষে শোভাযাত্রা বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউস ইলিশ ফোয়ারায় এসে শেষ হয়। এ সময় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সহ-সভাপতি মোঃ লুৎফুর রহমান খান, অতিরিক্ত সম্পাদক মজিবুর রহমান, ট্রেজারার জসিম উদ্দীন সাগর, যুগ্ম সম্পাদক বিকাশ সাহা, নির্বাহী সদস্য মহিউদ্দিন মকবুল, মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নিগাত সুলতানা, মনিরুজ্জামান জামাল, আহসান কবির রুম্মান, নাজমুল আহসান, রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বরগুনা, বরিশাল বিভাগ