মুলাদীতে পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহানুর রহমান সোহানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার দুপুরে মুলাদী পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোহানের বড় ভাই মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ছাত্রদল-যুবদল নেতাদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলায় সোহান অন্যতম আসামি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মনির হোসেন জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সোহান পুরাতন বাসস্ট্যান্ড থেকে বাড়ি ফিরছিলেন। ওই সময় সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের দুই সদস্য কোনো কিছু জিজ্ঞাসা না করেই সোহানকে হাতকড়া পরিয়ে গাড়িতে করে নিয়ে যায়। গোয়েন্দা পুলিশের সদস্যরা সোহানকে র্যাবের হাতে তুলে দিয়েছে বলে দাবি করেছেন মনির হোসেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, পৌর ছাত্রদল নেতাকে গ্রেফতারের বিষয়টি জানা নাই। গোয়েন্দা পুলিশ কিংবা র্যাব সদস্যরা বিষয়টি অবহিত করেননি।
বরিশাল বিভাগ