দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল-৫ সংসদীয় আসনের প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস বরিশাল সদরের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করা হয়।
বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। এ সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল-৫ সংসদীয় আসনের প্রিসাইডিং কর্মকর্তাদের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন প্রধান অতিথিসহ অন্যান্যরা।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন- বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরিশাল অঞ্চল মো. আলাউদ্দীন, স্থানীয় সরকার উপপরিচালক ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বরিশাল-৫ গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহাবুব উল্লাহ মজুমদারসহ প্রশিক্ষণার্থী প্রিসাইডিং কর্মকর্তারা। আলোচনা সভা শেষে কর্মশালা অনুষ্ঠিত হয়।
বরিশাল