নিজস্ব প্রতিবেদক॥ রাতের আঁধারে গভীর নলকূপের মধ্যে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। ফলে খাবার পানির জন্য চরম ভোগান্তিতে পড়েছে ৮টি পরিবার। ঘটনাটি বরিশালের গৌরনদী পৌরসভার উত্তর বিজয়পুরের টিএন্ডটি মোড় এলাকার।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে ওই এলাকার আজিজুর রহমান বেপারির ছেলে আবির হোসেন অভিযোগ করে বলেন, গত এক বছরপূর্বে ব্যক্তিগত অর্থায়নে বাসার সামনে গভীর নলকূপটি স্থাপন করা হয়।
ওই নলকূপ থেকে আমরা ৮টি পরিবার খাবার পানি এবং গৃহস্থালির যাবতীয় কাজ সম্পন্ন করতাম। সোমবার রাতের আঁধারে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা নলকূপে বিষ প্রয়োগ করে। ফলে নলকূপ থেকে পানি পান ও গৃহস্থালির কাজ বন্ধ রয়েছে। বিষয়টি প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিদের অবগত করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, এঘটনার লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল, বরিশাল বিভাগ