দক্ষিণপূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের মধ্যাঞ্চলে একটি আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছে।
বুধবার স্থানীয় সময় দুপুর ৩টায় রাজধানী ব্যাংকক থেকে ১২০ কিলোমিটার উত্তরে সুফান বুরি প্রদেশের প্রত্যন্ত এলাকায় এই বিস্ফোরণ ঘটে। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের কারণ স্পষ্ট নয়।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে নিহতের সংখ্যা ২০ জন বলে জানা গেছে। আহত হয়েছেন অনেকে।
প্রাদেশিক গভর্নর নাত্তাপাত সুবানপ্রতীপ বলেছেন, সব শ্রমিক নিহত হয়েছেন কিনা আমরা বলতে পারছি না। কর্মকর্তারা তদন্তের জন্য বিস্ফোরণস্থলে প্রবেশ করছে। তারা জীবিত কাউকে পাননি।
সুফান বুরির স্থানীয় উদ্ধারকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরণস্থলের কয়েকটি ছবি প্রকাশ করেছেন। প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, একটি খালি ধান ক্ষেতের পাশে ধ্বংসাবশেষ এবং মানবদেহের ক্ষতবিক্ষত অংশ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। সেখান থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা যাচ্ছে।
বার্তাসংস্থা রয়টার্সকে আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত কাউকে জীবিত পাওয়া যায়নি।
আন্তর্জাতিক