স্টাফ রিপোর্টার, বরিশাল : বরিশালে বিভাগীয় পর্যায়ে শিশু এবং কিশোর-কিশোরীদের প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় বিভাগীয় কমিশনার কার্যালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বরিশাল সার্কিট হাউজে এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালযের এপিসি প্রকল্পের পরিচালক (যুগ্ম সচিব) এসএম লতিফ,
বিভাগীয় স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল, ইউনিসেফ বাংলাদেশের ফিল্ড অফিস প্রধান আনোয়ার হোসেন এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হোসেন চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে কর্মশালার উপরে প্রকল্পের পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয়।
বরিশাল বিভাগ