ভোলায় নবমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভোলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
মঙ্গলবার তোফায়েল আহমেদকে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, পৌর মেয়র মনিরুজ্জামানসহ দলীয় নেতাকর্মীরা। ভোলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি বশির আহম্মদ ও সম্পাদক মাহামুদুল হক লিটুও তাকে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা আওয়ামী লীগের সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান ও ১৩ ইউপি চেয়ারম্যানসহ জেলা আওয়ামী লীগের নেতারা।
মহান ভাষা দিবসের কর্মসূচি উদযাপনের জন্য দুপুরে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে ভোলায় আসেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। পরে তিনি বাংলাবাজার বাসভবনে ও দলীয় অফিসে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
ভোলা