বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের বাবরখানা গ্রামে জমিজমা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের বসত ঘরে অগ্নিসংযোগ ও হামলায় ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় উভয়পক্ষ বাদী হয়ে উজিরপুর মডেল থানায় আলাদা আলাদা অভিযোগ দায়ের।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ১৯ মার্চ দুপুরে বাবরখানা নাপিত বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন যাবত একই গ্রামের মোঃ সারোয়ার সরদার গংদের সাথে গিয়াস সরদারের বিরোদ চলে আসছে, তারই ধারাবাহিকতায় ১৯ মার্চ সরোয়ার গং গাছ বিক্রি করে দিলে গাছের ব্যবসায়ীরা গাছ কাটতে শুরু করলে গিয়াস গং বাধা দিয়ে উভয় পক্ষে সংঘর্ষে লিপ্ত হয়ে ৬ জন আহত হয়। এ সময় সরোয়ার হোসেন বসত ঘরে অগ্নি সংযোগ করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ করেন ।এ সময় আহত হন, মৃত মো হারুন সরদারের পুত্র মোঃ সরোয়ার সরদার (৩৫)মুক্তার সরদার স্ত্রী মরিয়ম বেগম(৭০) হারুন সরদারের স্ত্রী মোছাম্মৎ রহিমা বেগম(৬০) মুক্তার সরদারের পুত্র মিলন সরদার (৪০) প্রতিপক্ষের আহত হন মৃত হোসেন সরদারের পুত্র গিয়াস সরদার(৪৮) ও রফিক সরদার (৪৫)।
এ ঘটনায় মিলন সরদার বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন , অভিযোগ থেকে জানা যায়, মজিবর ও গিয়াস সরদার গং তাদের গাছ কাটতে বাধা দিলে তারা প্রতিবাদ করতে আসলে গিয়াস বাহিনী তাদের ঘরে অগ্নিসংযোগ করে প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেন।
মজিবর সরদার জানান, সরোয়ার গং তাদের বিরোধপূর্ণ জমি থেকে জোরপূর্ব গাছ কাটলে তারা শুধুমাত্র বাধা দেই এতে সংঘর্ষেের সৃষ্টি হয়। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ জানান এই ঘটনা উভয় পক্ষে ২ টি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।