এক সন্তানের জননীকে আমেরিকায় নিয়ে উচ্চ বেতনে চাকরির প্রলোভনে ভারতে নিয়ে অনৈতিককাজে বাধ্য করার অভিযোগে দুই ভাইয়ের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বরিশাল মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে সোমবার বাদী হয়ে এ মামলা করেন ভুক্তভোগীর স্বামী।
আদালতের বিচারক মঞ্জুরুল হোসেন এ মামলা তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কোতোয়ালি মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী তুহিন মোল্লা।
মামলার বিবাদীরা হলেন- নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের রাঢ়ী বাড়ির মোতালেব হোসেনের ছেলে আলমগীর হোসেন খোকন ও তার ভাই মোহাম্মদ রোকন।
মামলার বরাতে বেঞ্চ সহকারী তুহিন মোল্লা বলেন, মামলার বাদীকে (স্বামী) না জানিয়ে তার স্ত্রী ও কিশোর বয়সি ছেলেকে আমেরিকায় নিয়ে ভালো বেতনের প্রলোভন দেওয়া হয়। এরপর ২৩ মার্চ জরুরি কাজে মামলার বাদী ঢাকায় যান। ঢাকায় অবস্থানকালে স্ত্রী ও সন্তানের মোবাইল ফোন বন্ধ পেয়ে প্রতিবেশীদের বাসায় পাঠায়। তখন ঘর তালাবদ্ধ রয়েছে, এমন খবরে বাদী ঢাকা থেকে ফিরে আসেন। বাসায় ফিরে দেখতে পান তার ৭ ভরি স্বর্ণালংকার, কাপড় ও নগদ সাড়ে তিন লাখ টাকাসহ স্ত্রী ও সন্তান নেই।
এরপর গত ২৬ মার্চ ১৬ বছর বয়সি ছেলে বাড়ি ফিরে আসে। তখন বাদীর ছেলে জানান, তাদের আমেরিকা নেওয়ার কথা বলে সড়ক পথে বেনাপোল হয়ে ভারতের কলকাতায় নিয়ে যায়। সেখানে একটি হোটেলে নিয়ে ভিন্ন কক্ষে তাদের আটকে রাখা হয়। পরে বাদীর স্ত্রীকে অনৈতিক কাজে বাধ্য করতে মারধর করা হতো। এর প্রতিবাদ করায় ভুক্তভোগী নারীর সন্তান কৌশলে দেশে ফিরে আসলেও ওই নারী এখনো ভারতে রয়েছেন।
বরিশাল, বরিশাল বিভাগ