স্টাফ রিপোর্টার।।
কুড়িয়ে পাওয়া ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজ প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়ে প্রশংসিত এপিসি হাসান
সংবাদটি শেয়ার করুন….
নিজস্ব প্রতিবেদক ।। বরিশাল বিআরটিএতে কর্মরত আনসার এপিসি মোঃ হাসানের মহানুভবতায় ড্রাইভিং লাইসেন্সসহ হারানো গাড়ির কাগজপত্র ফিরে পেল রাজিব নামে এক ব্যক্তি। গতকাল এপিসি হাসান সত্যতা যাচাই করে মোঃ রাজিব হোসেনকে তার ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ট্যাক্স টোকেন ও স্মার্ট কার্ড বুঝিয়ে দেন।
জানাগেছে, আনসার এপিসি মোঃ হাসান গত ১৯ মে রবিবার বিকাল আনুমানিক ৩টার সময় বিআরটিএ থেকে দুপুরের খাবার খাওয়ার জন্য ব্যারাকে যাওয়ার পথে নগরীর ভাটারখাল হযরত অলিউল্লাহ শাহ (রহঃ) মাজার এর সামনে একটি ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড, গাড়ির একটি স্মার্ট কার্ড ও একটি ট্যাক্স টোকেনের কপি রাস্তার উপরে পড়ে থাকতে দেখেন। তখন তিনি সেগুলো কুড়িয়ে নিয়ে বিআরটিএ অফিসে এসে গাড়ির ফাইল খুঁজে বের করে সেখান থেকে নাম্বার সংগ্রহ করেন। পরবর্তীতে মোবাইলে কল দিয়ে প্রকৃত মালিক রাজিব হোসেনকে বিআরটিএতে ডেকে তার ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির সব কাগজপত্র ফিরিয়ে দেন। আর একাজে এপিসি হাসান মহানুভবতার পরিচয় দিয়েছেন এবং সর্বমহলেও হয়েছেন প্রশংসিত। হারানো লাইসেন্সসহ গাড়ির কাগজপত্র ফিরে পেয়ে রাজিব কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার কাজের প্রশংসা করে বলেন এপিসি হাসান ভাই সত্যিই মহানুভবতার পরিচয় দিয়েছেন।
কেননা আজকাল এরকম কাগজপত্র পেয়ে তা প্রকৃত মালিককে খুঁজে প্রদান করা বিরল ঘটনা। এই প্রয়োজনীয় কাগজপত্র না পেলে আমাকে অনেক ভোগান্তিতে পড়তে হতো।
এ প্রসঙ্গে এপিসি হাসান বলেন, আমি আমার দায়িত্ব পালন করেছি মাত্র। ভবিষ্যতেও আমি সৎ ও নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করতে চাই।
বরিশাল