বরিশালে ইয়াবা ও গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা ও গোয়েন্দা পুলিশ পৃথক অভিযানে তাদের আটক করে।
গত ২৪ ও ২৫ মে রাতে নগরীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রোববার (২৬ মে) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।
প্রেস বিজ্ঞপ্তির দেয়ার তথ্যানুযায়ী, মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার এসআই সুমন চন্দ্র মজুমদারের নেতৃত্বে একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৫ মে রাতে নগরীর ৩০ নং ওয়ার্ডস্থ কলাডেমা রেইন্ট্রিতলা এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় মোঃ রবিউল হাওলাদার (২৮) ও মোঃ আজিজুল হাওলাদার (৩২) নামে দুই মাদক বিক্রেতাকে আটক করে তারা। তাদের কাছ থেকে ২’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। আটক দুইজনার বাড়ি জেলার বাকেরগঞ্জ উপজেলার রুনশী গ্রামে।
অন্যদিকে বিএমপির গোয়েন্দা শাখার একটি টিম ২৪ মে গভীর রাতে এয়ারপোর্ট থানাধীন মাধবপাশা বাজারের তিনমঠ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মোঃ আল মুবিন হাওলাদার (২১) ও মোঃ জসিম মৃধা (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
আটককৃতদের বাড়ি ঝালকাঠির গাভারামচন্দ্রপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামে। অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
বরিশাল, বরিশাল বিভাগ