স্টাফ রিপোর্টার, বরিশাল : বিরল এক চর্মরোগে আক্রান্ত তিন শিশুকে নিয়ে বরিশালের পথে-ঘাটে ভিক্ষা করতে দেখা গেছে অসহায় এক মাকে। মেয়েদের মুখে খাবার যোগাতেই তিন মেয়েকে নিয়ে পিরোজপুর থেকে বরিশালে এসে ভিক্ষা করছেন বলে জানান অসহায় রজিনা বেগম। তবে তার সন্তানদের এমন বিরল রোগ দেখে কথা বলাতো দূরে থাক তাদের ধারে কাছেও আসছে না কেউ। চিকিৎসকরা বলছেন, জন্মগত এই রোগ ভালো হওয়ার সম্ভবনা খুবই কম। তবুও বিভিন্ন চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা যায়, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার স্বরুপকাঠী উপজেলার সারেংকাঠি গ্রামের হাজী বাড়িতে তিন মেয়েকে নিয়ে থাকেন রজিনা বেগম। বড় মেয়ে মারিয়া (১২), মেজ মেয়ে মুনিয়া (৮) ও ছোট মেয়ে তোহা মনি (৩)। জন্ম থেকেই তিন মেয়ে বিরল এক চর্মরোগে আক্রান্ত। কিছুদিন আগে রজিনার স্বামী মহাসিনের মত্যু হয়। তারপর থেকে রজিনা বাড়ি থেকে প্রতিদিন তিন সন্তানকে নিয়ে বরিশাল শহরে এসে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছেন।
রজিনা বেগম বলেন, প্রতিদিন বরিশালে এসে ভিক্ষা করে বাচ্চাদের মুখে খাবার তুলে দিই। টাকার অভাবে তাদের টিকিৎসা করাতেও পারছি না। মা হয়ে ওদের কান্না আর সইতে পারছি না। কোনো বড় সাহায্য পেলে তাদের বড় ডাক্তার দেখাতাম।
তিনি আরও বলেন, এই রোগের কারণে তার মেয়েদের কোনো স্কুলেও ভর্তি নেয় না। ফলে তারা পড়ালেখা থেকেও বঞ্চিত। অসুস্থ শিশুগুলোর সঙ্গে কথা বলে জানা যায়, এই রোগের কারণে তাদের পাশে কেউ আসতে চায় না। এমনকি তাদের সঙ্গে কেউ কথাও বলে না।
মারিয়া জানায়, ‘জন্ম থেকেই আমাগো তিন বোনের এই রোগ। টাকার অভাবে মায় মোগো ভালো ডাক্তার দেহাইতে পারছে না।’ মারিয়া কেঁদে কেঁদে বলে, ‘শরীল ব্যথা আর চুলকানি নিয় আর বেঁচে থাকতে ইচ্ছে করে না।’
শিশু তিনটির এই রোগ দেখে অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছে বরিশাল জেলা প্রশাসন। জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভজ বলেন, বিরল চর্মরোগে আক্রান্ত তিনবোনকে দেখে খুব খারাপ লেগেছে। চোখে পানিও চলে এসেছে। পরে চর্ম বিশেষজ্ঞ ডা. রবিনকে দেখিয়ে তাদের ওষুধ কিনে দিয়েছি।
তিনি আরও বলেন, ওদের বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলাপ করলে তিনি দেখেই পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করেন। ভবিষ্যতে তাদের উন্নত চিকিৎসার জন্য প্রয়াজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলেও আশ্বাস দিয়েছেন।
এ ব্যাপারে জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বলেন, সমাজসেবা থেকে তাদের মাসিক ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনে উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হবে।
বরিশাল বিভাগ, স্বাস্থ্য