রাত ৩:২৬ ; শুক্রবার ; ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

লঞ্চঘাটে প্রবাসীর ডলার স্বর্ণালংকার লুট

৮:০৮ অপরাহ্ণ, জুন ২২, ২০২৪
Spread the love

ভোলার চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাটে এক প্রবাসীকে পিটিয়ে তার কাছে থাকা সাড়ে ২৬শ ডলার ৩ ভরি স্বর্ণ লুট করার অভিযোগ উঠেছে ঘাট সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

 

জানা যায়, শনিবার সকাল সাড়ে ৫টায় ওমান প্রবাসী রাকিব পাটওয়ারী তার ভগিনীপতি ও বোনকে নিয়ে ঢাকাগামী লঞ্চ থেকে বেতুয়া ঘাটে নামেন। এসময় ঘাটের কামাল, হাবিবুল্লাহ, রিপনসহ ৬-৭ জন তাদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। দাবির চেয়ে কম টাকা দিতে চাইলে ওই প্রবাসীকে পিটিয়ে তার সঙ্গে থাকা সাড়ে ২৬শ ডলার ও ৩ ভরি স্বর্ণ ছিনিয়ে নিয়ে যায় তারা।

 

এ ঘটনায় তার ভগিনীপতি হাছান ও বোন ফাতেমা এগিয়ে আসলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে তারা গুরুতর আহত হন। তাদেরকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, রিপন, হাবিবুল্লাহ ও কামাল খাঁ গংরা প্রবাসীর কাছ থেকে ১০ হাজার টাকা দাবি করেন। তারা প্রতিনিয়তই স্থানীয় এক প্রভাবশালী নেতার আশ্রয়-প্রশ্রয়ে লঞ্চঘাটে এভাবেই যাত্রীদের হয়রানি করে থাকেন।

 

ভুক্তভোগী প্রবাসী রাকিব বলেন, ঢাকা থেকে শনিবার সকাল সাড়ে ৫টায় বেতুয়া লঞ্চঘাটে নামার পর সঙ্গে থাকা ব্যাগ ও লাগেজ নিয়ে ঘাটের লোকজনের টানাহেঁচড়া করে। কামাল, হাবিবুল্লাহ ও রিপনসহ আরও ৫-৬ জনের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয় তাদের। এক পর্যায়ে কিলঘুসি দিয়ে মানিব্যাগ থেকে সাড়ে ২৬শ ডলার নিয়ে যায়। আমার বোনের হাতে থাকা ব্যাগ থেকে ৩ ভরির স্বর্ণালংকার ও টাকা নিয়ে যায়।

 

এ বিষয়ে বেতুয়া ঘাটের অভিযুক্ত হাবিবুল্লাহ বলেন, আমি পরে আসছি। ঘাটের রিপন তার কাছ থেকে মালামাল নামানো বাবদ ২ হাজার টাকা দাবি করেছেন। এ নিয়ে কথা কাটাকাটি ও একপর্যায় হাতাহাতি হয়েছে। ডলারের লুটের ব্যাপারে আমি কিছু জানি না।

 

চরফ্যাশন থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, এ ঘটনা অবহিত হয়েছি। সকালেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের তালিকা সংগ্রহ করা হয়েছে। অভিযুক্তদের ধরতে চেষ্টা চলছে।

বরিশাল বিভাগ, ভোলা, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!   র‌্যাব বিলুপ্তির সুপারিশ এইচআরডব্লিউর   বরিশালের তরুণ  সাংবাদিক এম. জাহিদ এর জন্মদিন আজ   বাবুগঞ্জে স্কুল শিক্ষিকা স্ত্রীর পরকীয়া প্রেমে বাঁধা দেয়াই কাল হলো সোলায়মানের!   শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন   বরিশালে ফরচুন সুজের শ্রকিদের ওপর গুলি বর্ষণ, পুলিশসহ আহত ১০   যায়যায়দিন ব‌রিশাল ব্যুরো অ‌ফি‌সের রি‌পোর্টার হ‌লেন এম.জাহিদ   শ্রমিকদের ওপর হামলায় সড়ক অবরোধ, উত্তপ্ত বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল   ‘হিট স্ট্রোকে’ এক সপ্তাহে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর