আমতলীতে লোহার সেতু ধসে বিয়ের যাত্রী পরিবহনকারী মাইক্রোবাস খালে পরে ৯জনের মৃত্যুর ঘটনায় শনিবার সন্ধ্যায় বরগুনা জেলা প্রশাসন ও এলজিইডি প্রধান কার্যালয়ের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে ৬সদস্য এবং এলজিইডি ৩সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। জেলা প্রশাসনের কমিটির সদস্যরা রবিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এবং তারা গুরুদল গ্রামে নিহত দুজনার পরিবারের হাতে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১লক্ষ টাকা সহযোগিতা প্রদান করেছেন।
এলজিইডির তদন্ত কমিটি সোমবার থেকে তদন্ত কাজ শুরু হবে। শনিবার দুপুর দেড়টার সময় উপজেলার হলদিয়া ইউনিয়নের হলদিয়া এবং চাওড়া ইউনিয়নের মাঝখানে হলদিয়া হাট সংলগ্ন সেতু ধসে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৭জন মাদরীপুর জেলার শিবচরের বাসিন্দা এবং ২জন স্থানীয় হলদিয়া ইউনিয়নের গুরুদল গ্রামের। বরগুনার জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের হলদিয়া হাট সংলগ্ন লোহার সেতুটি একটি যাত্রী বোঝাই মাইক্রোবাসসহ ধসে পরে ৯জন নিহত হয়।
এঘটনা তদন্ত করে ক্ষতিয়ে দেখার জন্য বরগুনার জেলা প্রশাসক মোহা: রফিকুল আলম ¯া^ক্ষরিত এক পত্রে বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিমেশ কান্তি হাওলাদারকে আহবায়ক এবং আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমকে সদস্য সচিব করে ৬ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, বরগুনার এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মেহেদি হাসান, আমতলী -তালতলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রুহুল আমিন, বরগুনার বিআরটিএ এর সহকারী পরিচালক মো. মাহফুজ হোসেন, বরগুনার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহম্মেদ।
অন্য দিকে এলজিইডি প্রধান কার্যালয়ের পক্ষ থেকে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এখানে কমিটির আহবায়ক করা হয়েছে পটুয়াখালীর তত্তাবধায়ক প্রকৌশলী মো. মাহির উদ্দিনকে।
সদস্য করা হয়েছে বরিশাল অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. নূর ইস সামস এবং বরগুনার সিনিয়র সহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামানকে। জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির সদস্যরা রবিবার দুপুর ১২ টায় আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে এক সভা করেন।
সভা শেষে তারা সেতু ধসে নিহতের ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরে তারা হলদিয়া ইউনিয়নের গুরুদল গ্রামে নিহত জাকিয়া সুলতানা ও হৃদির পরিবারকে উপজেলা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ১লক্ষ সহায়তা প্রদান করেন।
এসময় বিআরটিএ এর পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবার বর্গকে ৫লক্ষ টাকা সহযোগিতা দেওয়ার ঘোষনা প্রদান করেন।
এলজিইডির তদন্ত কমিটির প্রধান পটুয়াখালীর তত্তাবধায়ক প্রকৌশলী মো. মহির উদ্দিন বলেন, সোবার থেকে তদন্ত কাজ শুরু করা হবে। আগামী ৫দিনের মধ্যে তদন্ত কাজ সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়া হবে।
জেলা প্রশাসের দতন্ত কমিটির আহবায়ক বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিমেশ কান্তি হাওলাদার বলেন, সেতু ধসে ৯ জনের মৃত্যুর ঘটনা যথাযথ তদন্ত শেষে আগামী ২৭ জুন তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের নিকট জমা দেওয়া হবে।
অন্যদিকে শনিবারের দুপুরে সেতু ধসে পানিতে ডুবে যাওয়া মাইক্রোবাসটি ওই দিন রাতে ফায়ার সার্ভিস ও পুলিশের র্যাকারের সহায়তায় উদ্ধার করা হয়েছে। মাইক্রোবাসে আর কোন লাশ পাওয়া যায়নি বলে জানিয়েছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখওয়াত হোসেন তপু।
বরিশাল, বরিশাল বিভাগ