বরিশালের গৌরনদী পৌরসভার উপনির্বাচনে মোবাইল ফোন প্রতীকের জয়নাল আবেদীনের পক্ষে ভোট প্রার্থনার অভিযোগ উঠেছে বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে। নির্বাচন আচরণবিধি লঙ্ঘণ করায় মেয়র প্রার্থী জয়নাল আবেদীন ও সংসদ সদস্য আবুল হাসানাতের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ দিয়েছেন নারিকেল গাছ প্রতীকের মেয়র প্রার্থী আলাউদ্দিন ভূইঞা।
রবিবার (২৩ জুন) প্রেরিত ওই অভিযোগে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার আগৈলঝাড়ার সেরালে বরিশাল জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় আবুল হাসানাত আব্দুল্লাহ প্রকাশ্যে জয়নাল আবেদীনের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং তাকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা দেন। তিনি উপস্থিত নেতাকর্মীদের হাত উঠিয়ে ভোট দেয়ার ওয়াদা করান। নির্বাচন আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনে প্রভাব বিস্তারের যা সামিল।
ওই সভার পর জয়নাল আবেদীনের সমর্থকরা আলাউদ্দিনের সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে ও হুমকি দিচ্ছে। আবুল হাসানাত আব্দুল্লাহ বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি। তি পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক এবং বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহর পিতা।
ওই সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস, গৌরনদী উপজেলা নির্বাচনে পরাজিত প্রার্থী হারিছুর রহমান এবং জেলা আওয়ামী লীগের সদস্য আশিক আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। ২৬ জুন গৌরনদী পৌরসভার মেয়র পদে উপনির্বাচন। তাতে প্রার্থিতা করছেন চারজন।
লিড নিউজ বরিশাল, বরিশাল বিভাগ, হোম