গণসংগীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে শহিদদের স্মরণ করেছে বরিশালের শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যায় বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান নিয়ে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান করেন তারা।
এ সময় কোটা সংস্কার আন্দোলনের ছাত্র ও সাধারণ মানুষকে হত্যার প্রতিবাদ জানানো হয়।
এর আগে শিক্ষার্থীরা নগরীর জিলা স্কুল মোড় থেকে গান গাইতে গাইতে র্যালি করে শহিদ মিনারে আসেন। তারপর হতাহতদের স্মরণে প্রদীপ প্রজ্বলন করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনে নিহত ও আহতের ঘটনার দায় নিয়ে শেখ হাসিনার পদত্যাগ দাবি করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আন্দোলনের সমন্বয়ক হুজাইফা রহমান, লামিয়া সাইমুন, অর্পিতা নন্দি বন্যি, রাইজুল ইসলাম সাকিব, শশী রায়, রুবাইয়া, নয়ন সরকার জয়, সুজন সিকদার, আরিফ শাহরিয়ার প্রমুখ।
বরিশাল, বরিশাল বিভাগ