নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে শাহাদাৎ বরণকারী শহীদদের রূহের মাগফিরাত, আহতদের সুস্থতা ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় চরমোনাইতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২০ সেপ্টেম্বর ) রাত ৮ টার দিকে চরমোনাই ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ৮নং ওয়ার্ডস্থ পশুরিকাঠীর চাঁদেরহাট এলাকায় এ আয়োজন করা হয়।
এ সময় স্থানীয় সমাজসেবক আনোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন সাবেক সদস্য সচিব ইয়াছিন সিকদার চুন্নু, যুগ্ন আহবায়ক
আতিকুর পান্নু, শিক্ষক মো: আরিফুর রহমান, এ্যাড. আসাদুজ্জামান খান জুয়েল, সাবেক সহ-সভাপতি হালিম খান বাদল, যুগ্ন আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদার, সাবেক সাধারন সম্পাদক মোঃ সোহেল হাওলাদার, যুগ্ন আহবায়ক মাহাবুবুর রহমান খান, আহবায়ক মোঃ নেয়ামত, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ রনি খান, শফিকুল ইসলাম, মোঃ কাওছার হোসেন। সঞ্চালনা করেন সেচ্ছাসেবক দল নেতা মোঃ আল-আমিন।
সভায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোড মুক্তি কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-ছাত্রী ও জনতার আত্মত্যাগের শ্রদ্ধা জানানো ও আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। শহীদদের রক্ত বৃথা যেতে দেবে না বলে বক্তারা অভিমত প্রকাশ করেন। নতুন বাংলাদেশকে ভবিষ্যতে উন্নত বাংলাদেশ হিসেবে দেখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বরিশাল