নিজস্ব প্রতিবেদক।।
দেশের একমাত্র জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মার্সেল হা-শো সিজন ৭ এর বরিশাল অডিশন অনুষ্ঠিত হবে আগামি শনিবার (২৮ সেপ্টেম্বর, ২০২৪)। এবারের শো’তে অংশ নিতে বয়সের কোনো সীমাবদ্ধতা থাকছে না। থাকছে অন-স্পট রেজিস্ট্রেশনের সুযোগ।
এদিন বরিশাল শিল্পকলা একাডেমিতে সকাল ৮ টায় শুরু হয়ে অডিশন চলবে সারাদিনব্যাপী। থাকছে স্পট রেজিস্ট্রেশনের সুযোগ। অডিশন রাউন্ডে বিচারক হিসেবে থাকছেন বাংলাদেশের প্রখ্যাত স্ট্যান্ড-আপ কমেডিয়ান ইসতিয়াক নাসির, শাওন মজুমদার এবং অভিনেত্রী সুষমা সরকার। মূল পর্বে বিচারক হিসেবে থাকবেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান, অভিনেত্রী শবনম ফারিয়া এবং অভিনেতা তুষার খান।
এছাড়া বুধবার (২৫ সেপ্টেম্বর, ২০২৪) রাজশাহী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে মার্সেল হা-শো রাজশাহী বিভাগের অডিশন।
‘মার্সেল হা-শো সিজন-৭’ রিয়েলিটি শোতে বিজয়ী চ্যাম্পিয়ন পাবেন নগদ ৫ লাখ টাকা। ফার্স্ট রানার্স-আপ পাবেন ৩ লাখ টাকা। সেকেন্ড রানার্স-আপের জন্য থাকছে ২ লাখ টাকা।
রিয়েলিটি শোটি যৌথভাবে পরিচালনা করছেন জাহাঙ্গীর চৌধুরী ও কাজী মোহাম্মদ মোস্তফা। এটি সঞ্চালনা করবেন মীরাক্কেলখ্যাত আবু হেনা রনি।
প্রাথমিক পর্যায়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে তাদের মধ্য থেকে বাছাইকৃত প্রতিযোগীদের নিয়ে বিভাগীয় শহরে অডিশন রাউন্ড শুরু হবে। পর্যায়ক্রমে রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, খুলনা, সিলেট ও ময়মনসিংহ বিভাগ থেকে মোট ৪০ জন প্রতিযোগীকে বাছাই করা হবে। মূলত, তাদের নিয়েই সাজানো হবে অনুষ্ঠানের মূল পর্বগুলো। এখান থেকে পর্যায়ক্রমে নির্বাচিত ৬ জন প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে।
ইতোমধ্যে গত সোমবার সম্পন্ন হয়েছে রংপুর অডিশন। রংপুর বিভাগের অডিশনের মধ্য দিয়ে শুরু হয়েছে এই সিজনের কমেডি শো’। দিনব্যাপী কয়েক দফায় প্রতিযোগিতায় অংশ নিয়ে রংপুর বিভাগ থেকে ঢাকার চূড়ান্ত পর্বে অংশ নিতে ইয়েস কার্ড পেয়েছেন এই অঞ্চলের চার জন অংশগ্রহণকারী। রংপুরের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় ৫০০ প্রতিযোগি ওই অডিশনে অংশ নেন।
রংপুর বিভাগ থেকে ইয়েস কার্ড পাওয়া চার কমেডি বিজয়ীরা হলেন রংপুর মহানগরীর কামারপাড়া এলাকার আজিজুল ইসলামের কলেজপড়ুয়া ছেলে নিয়ামুল মিরাজ, নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রামে মোফাচ্ছের আলীর কলেজপড়ুয়া ছেলে নাজমুস সাকিব, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার তালুকঘোড়াবান্ধা এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে সোহানুর রহমান ও রংপুর মহানগরী মর্ডান এলাকার আমিনুল ইসলামের কলেজপড়ুয়া মেয়ে সুমাইয়া নূর। এছাড়াও আরো চার প্রতিযোগীকে কল ওয়েটিং -এ রাখা হয়েছে বলে জানা গেছে।
যেভাবে ‘মার্সেল প্রেজেন্টস হা-শো’-এর সপ্তম মৌসুমের রেজিস্ট্রেশন করবেন: রেজিস্ট্রেশন করতে নিচের লিংকে ক্লিক করুন এবং অনলাইন ফরমটি পূরণ করুন- যধংযড়ি । ঘঞঠ ঙহষরহব (হঃানফ.পড়স)। এছাড়াও এই ফরমে রেজিস্ট্রেশন করতে কোনো সমস্যা হলে সবার জন্য অন-স্পট রেজিস্ট্রেশন সুবিধা রয়েছে। অর্থাৎ অডিশনের দিন স্বশরীরে হাজির হয়ে রেজিস্ট্রেশন করে অংশ নেয়া যাবে শো’ তে।