উজিরপুর প্রতিনিধিঃ বাংলাদেশের সংখাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে ব্যাপক আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৪ টায় বামরাইল অনাথ বন্ধু ইনস্টিটিউশনের মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বামরাইল ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ সবুজ সরদারের সভাপতিত্বে ও বামরাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান শাহিন সিকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ সফিউল আলম সফরুল।
প্রধান বক্তা হিসেবে গঠন মূলক বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরদার সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন বরিশাল জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মনির হোসেন জমাদ্দার,মোঃ আলামিন,উজিরপুর উপজেলা যুবদলের আহবায়ক আফম সামসুদ্দোহা আজাদ, উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ ফায়জুল হক রাড়ী, সদস্য সচিব মোঃ সপন মল্লিক,বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন যুগলু।
এছাড়া উপস্থিত ছিলেন বামরাইল ইউনিয়ন বিএনপি যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সেলিম রাড়ী,উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আলম রাড়ী,বামরাইল ইউনিয়ন যুবদল নেতা মোঃ মাছুম ফকির, বামরাইল ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ সপন ফকির,বামরাইল ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, উজিরপুর উপজেলা জাসাস নেতা মোঃ ইমরান সরদার,৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ চুন্নু ফকির। এছাড়াও উপস্থিত ছিলেন বামরাইল ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। এসময় প্রধান অতিথিসহ উপস্থিত অতিথি বৃন্দ কৃষক দলের হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।
বরিশাল, বরিশাল বিভাগ