নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলায় কালিহাতাসহ বিভিন্ন স্থানে অধিক ঝুঁকিপূর্ণ কালভার্টের উপর দিয়ে হাজার হাজার মানুষের চলাচল। বামরাইল ইউনিয়নের উত্তর কালিহাতা,দক্ষিণ কালিহাতা, উত্তর শোলক ও কালবিলায় চলাচলের মাধ্যম কালভার্টের বেহাল দশা,যান্ত্রিক গাড়ি চলাচল বন্ধ। জরাজীর্ণ অবস্থায় পরে থাকা অধিক ঝুঁকিপূর্ণ কালভার্টগুলো যেকোনো সময় সম্পূর্ণ ধসে পরে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা।
সরেজমিনে গিয়ে দেখা যায় ওই কালভার্টগুলোর উপর দিয়ে প্রতিটি এলাকার হাজার হাজার মানুষ চলাচল করে থাকে। কিন্তু বিকল্প কোন রাস্তা না থাকায় ভাঙাচোরা ওই কালভার্টগুলোর উপর দিয়ে কাড দিয়ে অধিক ঝুঁকি নিয়ে কোমলমতি শিক্ষার্থীসহ হাজারো মানুষ চলাচল করে। ওই কালভার্টগুলোর আওতায় রয়েছে মসজিদ,স্কুল,মাদ্রাসাসহ একাধিক প্রতিষ্ঠান। এছাড়া জমিতে ধান চাষ করার জন্য কৃষকদের অধিক ঝুঁকি নিয়ে ভাঙা চোরা কালভার্টের উপর দিয়ে চলাচল করতে হচ্ছে।
এ ব্যপারে উজিরপুর উপজেলা প্রকৌশলী কর্মকর্তা সুব্রত রায় জানান বিষয়টি জানা নেই। তবে লিখিত ভাবে আবেদন করা হলে সরেজমিনে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা গ্রহন করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান আবেদন পেলে সরেজমিনে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে অচিরেই বেহাল দশা ওই কালভার্টগুলোর পূর্ণ নির্মাণের দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন সাধারণ মানুষ।
লিড নিউজ বরিশাল, বরিশাল বিভাগ, সারাদেশ