নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে গলায় ফাঁস দিয়ে এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছে। স্থানীয় সুত্রে জানা যায় ১০ ফেব্রুয়ারি সোমবার দুপুরে উজিরপুর উপজেলার পূর্ব সাতলা ৮নং ওয়ার্ডের মোঃ আনোয়ার হোসেন তালুকদারের মেয়ে খাজুরিয়া মহিলা মাদ্রাসার নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী সোহানা আক্তার(১৫) নীজ বসতঘরের দরজা বন্ধ করে আড়ার সাথে গলায় ওড়না প্যাচিয়ে আত্মহত্যা করেছে।
পরিবারের লোকজন ওই শিক্ষার্থীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাকচিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে জানালা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে তাকে উদ্ধার করে। ততক্ষণে ওই ছাত্রীর মৃত্যু হয়। এরপর বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আত্মহত্যার কারন জানা যায়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বরিশাল, বরিশাল বিভাগ