সকাল ৮:০০ ; শনিবার ; ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

এক ট্রলারে ধরা পড়ল ৫০ লাখ টাকার ইলিশ!

১২:৫১ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৩

৬৫ দিনের নিষেধাজ্ঞা ও বৈরি আবহাওয়া শেষে সমুদ্রে মাছ ধরতে গিয়ে ৫ দিনে ১৭০ মণ ইলিশ ধরেছেন এফবি রিভারমেট নামে একটি মাছ ধরার ট্রলারের জেলেরা। মাত্র ৫ দিনে বিপুল পরিমাণ মাছ ধরা পড়ায় বোটের মালিক, সারেংসহ জেলেরা মহাখুশি।

শনিবার (২৬ আগস্ট) রাতে পটুয়াখালীর মহিপুর মৎস্য মার্কেটে মিথুন এন্টারপ্রাইজ নামক মাছের আড়তে মাছগুলো ৫১ লাখ ৬০ হাজার টাকায় নিলামে বিক্রি হয়েছে।

জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৩ জুলাই গভীর সমুদ্রে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে। এরপর অনেকদিন নিম্নচাপ এবং বৈরি আবহাওয়া শেষে শত শত ট্রলার নিয়ে উপকূলীয় বিভিন্ন জেলার হাজার হাজার জেলে গভীর সমুদ্রে মাছ ধরার জন্য পাড়ি জমান। এরমধ্যে অধিকাংশ ট্রলার আশানুরূপ মাছ নিয়ে বিভিন্ন ঘাটে ফিরে আসছে।

মাছ ব্যবসায়ীরা বলেন, শনিবার বিকালে গভীর সমুদ্র থেকে ট্রলারভর্তি ইলিশ মাছ নিয়ে মহিপুর মৎস্য আড়তে ফেরেন কুমিল্লার আবুল খায়ের মাঝির এফবি রিভার নামের একটি ট্রলার। ট্রলার থেকে মাছ নামানো হয় স্থানীয় মিথুন এন্টারপ্রাইজ নামের একটি মাছের আড়তে। ট্রলার থেকে শ্রমিকরা একে একে ঝুড়িভর্তি ইলিশ মাছ এনে আড়তের পাকা ফ্লোরে ফেলেন। একপর্যায়ে ছোট-বড় ইলিশ মাছের বিশাল স্তূপে পরিণত হয় মিথুন এন্টারপ্রাইজের সামনের খালি জায়গা।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্তূপে মাছ ফেলার পাশাপাশি চলে নিলামের ডাক। প্রায় ৩০ মিনিট ধরে চলে নিলামের ডাক। নিলামের পর স্তূপের মাছ মেপে ১৭০ মণ ইলিশ মাছ পাওয়া যায়। যার মূল্য দাঁড়ায় ৫১ লাখ ৬০ হাজার টাকা।

ট্রলারের মাঝি আবুল বলেন, একসঙ্গে এত মাছ ধরা পড়ায় এবং মোকামে মাছের ভালো দাম পাওয়ায় বেশ খুশি লাগছে। বেশি মাছ ধরা পড়ায় অন্য জেলেরাও গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরতে উৎসাহিত হবেন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সমুদ্রে নিষেধাজ্ঞার সুফল পাচ্ছে জেলেরা। এবার জেলেদের জালে প্রচুর পরিমাণে রূপালি ইলিশ ধরা পরবে এমনটা আশা করা যাচ্ছে।

সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ

বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম

নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু

উপদেষ্টাঃ আফরোজা আক্তার

ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম

ই-মেইল:
টপ
  ১৯৭০ সালে জন্ম, ১৯৭৫ সালে এসএসসি পাস করেছেন ঝালকাঠির শিক্ষক মোবারক!   যাত্রী সংকটে বরিশাল বিমানবন্দরের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে   আজ সাংবাদিক এম.জাহিদ এর জন্মদিন   বরিশালে সাংবাদিকদের ওপর হামলাকারী চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম   বদলি হলেন ওসি, সঙ্গে নিলেন থানার সোফা, এসি, টেলিভিশন   মনপুরায় ফের সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা   ভান্ডারিয়ায় নার্স-আয়াদের টানাটানিতে নবজাতকের মৃত্যুর অভিযোগ   মাওলানা সাঈদীর জানাজা সম্পন্ন, সাধারণ মানুষরে ঢল