নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নে কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসায় ব্যাপক আয়োজনে আলিম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। ২৯ মে বৃহস্পতিবার বেলা ১১ টায় মাদ্রাসার সভাকক্ষে উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ এর সভাপতিত্বে ও বামরাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও প্রভাষক আঃ হালিম হাওলাদারের সঞ্চালনায় বক্তৃতা করেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মুখতার হোসাইন,শিক্ষক মাওলানা মোঃ নাসরুল্লাহ বিন সাইদ। এছাড়াও বক্তব্য প্রদান ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করে একাধিক শিক্ষার্থী।
উপস্থিত ছিলেন বামরাইল ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির,কালিহাতা ৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহেব আলী মৃধা। উপস্থিত ছিলেন শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় অনুষ্ঠানের সভাপতি উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ ও কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মুখতার হোসাইন বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।
উজিরপুর, বরিশাল বিভাগ