অনলাইন ডেস্ক::মার্কিন ধনকুবের ও টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক জানিয়েছেন, ক্রিমিয়ায় ইউক্রেনকে ইন্টারনেট সেবা দেবে না তার কোম্পানি স্টারলিংক। মাস্কের দাবি, সংঘাত এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতী মাস্কের কাছে ওই অঞ্চলে স্টারলিংকের ইন্টারনেট সেবায় প্রবেশের অনুমতি দিতে অনুরোধ জানিয়েছিল কিয়েভ।
এর আগেই মাস্কের বিরুদ্ধে রাশিয়ার পক্ষ নেওয়ার অভিযোগ এনেছেন ইউক্রেন। রাশিয়ার জাহাজে চালানো হামলা ব্যর্থ করতে স্টারলিংক ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।
ইউক্রেনের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, এটা রাশিয়াকে হামলা চালানোর সুযোগ দেবে।মাস্ক অবশ্য জানিয়েছেন, রাশিয়ার জাহাজে হামলা চালাতে স্টারলিংককে ব্যবহার করতে চাইছে ইউক্রেন। তার মতে ইউক্রেনকে এই সুযোগ দিলে তা তার প্রতিষ্ঠান স্পেস এক্সেরই ক্ষতি হবে।
সূত্র: বিবিসি
আন্তর্জাতিক