রাত ৯:২৩ ; রবিবার ; ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বিপিএলে বরিশালের হয়ে খেলবেন তামিম শোয়েব মালিক

১:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৩

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্রাঞ্চাইজিগুলো দল গোছানো শুরু করে দিয়েছে। একের পর এক বিদেশি ক্রিকেটারদের সরাসরি চুক্তিতে দলে ভেড়াচ্ছে রংপুর-বরিশাল-চট্টগ্রামের মতো দলগুলো। এবার সেই তালিকায় নাম লেখালেন শোয়েব মালিক।

এদিকে আগামী বিপিএলের জন্য পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে দলে নিয়েছে রংপুর রাইডার্স। সেখানে সাকিব আল হাসানও চুক্তিবদ্ধ হয়েছেন।

পাকিস্তানের তারকা অলরাউন্ডার শোয়েব মালিকের বয়স চল্লিশ পেরোলেও এখনো টি-টোয়েন্টি লিগগুলোতে তার চাহিদা একটুও কমেনি। বিপিএলের আসন্ন আসরে তাকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল।

আগামী আসর সামনে রেখে বরিশাল শক্তিশালী দল গড়ার মিশনেই নেমেছে। সেই মিশনের অংশ হিসেবে প্রথমেই তারা দলে ভিড়িয়েছে বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে।

যদিও বর্তমান অধিনায়ক সাকিব আল হাসানকে ছেড়ে দিয়েছে দলটি। এ ছাড়া বরিশাল দলে ধরে রেখেছেন তিন দেশি ক্রিকেটার— মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয় ও মেহেদী হাসান মিরাজকে।

তা ছাড়া বরিশাল দলে ভিড়িয়েছে দুই নতুন মুখকে। পাকিস্তানি পেসার আব্বাস আফ্রিদিকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে ফরচুন বরিশাল। গত আসরের গ্লোবাল টি-টোয়েন্টি ও পিএসএলে হ্যাটট্রিক করার খ্যাতি আছে আব্বাসের। আর আয়ারল্যান্ডের অধিনায়ক ও তারকা ওপেনার পল স্টার্লিংকেও দলে ভিড়িয়েছে বরিশাল।

তবে গত আসরে বরিশালে খেলা আরেক পাকিস্তানি তারকা ইফতিখার আহমেদ অবশ্য নতুন দলে নাম লিখিয়েছেন। বরিশাল ছেড়ে ইফতিখার নাম লিখিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে।

এর আগে গত আসরে ফরচুন বরিশাল প্লে-অফ থেকেই বিদায় নেয়। তার আগের বছরে ফাইনালে উঠেছিল দলটি। তবে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের।

খেলাধুলা, বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ

বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম

নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু

উপদেষ্টাঃ আফরোজা আক্তার

ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম

ই-মেইল:
টপ
  ১৯৭০ সালে জন্ম, ১৯৭৫ সালে এসএসসি পাস করেছেন ঝালকাঠির শিক্ষক মোবারক!   যাত্রী সংকটে বরিশাল বিমানবন্দরের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে   আজ সাংবাদিক এম.জাহিদ এর জন্মদিন   বরিশালে সাংবাদিকদের ওপর হামলাকারী চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম   বদলি হলেন ওসি, সঙ্গে নিলেন থানার সোফা, এসি, টেলিভিশন   মনপুরায় ফের সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা   ভান্ডারিয়ায় নার্স-আয়াদের টানাটানিতে নবজাতকের মৃত্যুর অভিযোগ   মাওলানা সাঈদীর জানাজা সম্পন্ন, সাধারণ মানুষরে ঢল