পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে দ্বিতীয় শ্রেণির ছাত্রী। সোমবার দুপুরে নানি গোসল করতে গেলে ঘরে একা পেয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন শাহ আলম হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তি।
ধর্ষণের শিকার কিশোরীর নানি জানান, তার নাতি দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। দুপুর দেড়টার দিকে তিনি গোসল করতে গেলে তাকে একা ফাঁকা ঘরে পেয়ে একই বাড়ির মৃত কাছেম আলী হাওলাদারের পুত্র শাহ আলম হাওলাদার শিশুটিকে মুখে গামছা বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে।
বিষয়টি শিশুটির নানি জানতে পেরে ধর্ষক শাহ আলমকে কে ধরতে গেলে সে পালিয়ে যায়। পরে নানির চিৎকারে এলাকাবাসী ছুটে এসে লম্পট শাহ আলম হাওলাদারকে আটক করেন। পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ভিকটিমকে উদ্ধার করে। সোমবার সন্ধ্যায় স্থানীয় লোকজন শাহ আলম হাওলাদারকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
ভাণ্ডারিয়া থানার ওসি আশিকুজ্জামান জানান, অভিযুক্ত শাহ আলমকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমের নানি বাদী হয়ে থানায় মামলা করেছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই শিশুকে পিরোজপুর সিভিল সার্জন অফিসে পাঠানো হবে।
বরিশাল বিভাগ