নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের মেহেন্দিগঞ্জে এমভি পারিজাত নামের একটি লঞ্চ থেকে ৩৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাতারহাট স্টিমারঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কুমিল্লা সদরের জগন্নাথপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের মৃত আব্দুল করিম খন্দকারের ছেলে জাকির খন্দকার (৪২) ও বরিশাল সদর উপজেলার শালুকা এলাকার ছমেদ মল্লিকের ছেলে ফারুক মল্লিক (৩৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চে অভিযান চালিয় ৩৩ কেজি গাঁজাসহ দুই কারবারিকে আটক করা হয়।
তিনি আরও জানান, তারা দুজন কুমিল্লা থেকে গাঁজার চালান বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে নিয়ে আসছিল। তাদের দুজনের বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
লিড নিউজ বরিশাল, বরিশাল বিভাগ