নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামে মানুষের চলাচলের একমাত্র রাস্তা দখল করে মুরগীর ফার্ম নির্মান করছে অসাধু ব্যবসায়ী। সরেজমিনে গিয়ে দেখা যায় হস্তিশুন্ড ৯নং ওয়ার্ডের হাশেম গোমস্তার ছেলে রাজমিস্ত্রি আলমগীর গোমস্তা পূর্ব পুরুষ থেকে সাধারণ মানুষের চলাচলের একমাত্র রাস্তা ও খাল দখল করে মুরগীর ফার্ম করেছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। জানা যায় ওই রাস্তা দিয়ে বিভিন্ন এলাকার শত শত মানুষ চলাফেরা করে।হস্তিশুন্ড থেকে ত্রিমুখী এলাকা পর্যন্ত এক কিলোমিটার জুড়ে ওই রাস্তাটি দিয়ে কয়কটি গ্রামের মানুষ শত বছর ধরে চলাফেরা করতো। তা দখল করে অসাধু ব্যবসায়ী নিজের ফায়দা হাসিল করার জন্য মুরগীর ফার্ম করেছে। অভিযুক্ত আলমগীর গোমস্তা জানান আমার মুরগীর ফার্মে পল্লী বিদ্যুৎ এর সংযোগ দেয়া হয়েছিলো তা এলাকার কতিপয় লোকজন বিদ্যুৎ অফিসে অভিযোগ দিয়ে আমার মুরগীর ফার্মের সংযোগ বিচ্ছিন্ন করেছে। তাই আমি চলাচলের রাস্তা বন্ধ করেছি। এদিকে শত বছরের চলাচলের রাস্তা প্রভাবশালীদের কবল থেকে দখল মুক্ত করার লক্ষে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’র সু-দৃষ্টি কামনা করেছেন সচেতন মহল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান চলাচলের রাস্তা দখল করা আইনসম্মত নয়। তদন্ত সাপেক্ষে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বরিশাল, বরিশাল বিভাগ